লাইটশোর ফাউন্ডেশনের উদ্যোগে ২ ডিসেম্বর,২০২২ শুক্রবার বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের স্কুল আলোর পাখির প্রাঙ্গনে একটি স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী মোরশেদ মিশু। আরও উপস্থিত ছিলেন, আলোর পাখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঝুমনা মল্লিক, লাইটশোরের প্রতিষ্ঠাতা সুলতানা রাজিয়া, জেসিআই উদ্যোক্তা নাহিদ হাসান। এই ইভেণ্টে সার্বিক সহযোগিতা করে সেনোরা, স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেসিআই এন্টারপ্রেনার।
আলো পাখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঝুমনা মল্লিক ঝুমি বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের মাসিক পিরিয়ডের জন্য প্রস্তুতি সাধারণ মেয়েদের থেকে একটু ভিন্ন। তারা ভিজ্যুয়াল লার্নার, তাই তাদের ব্যবহারিক উদাহরণ এবং সামাজিক গল্প দ্বারা সবকিছু শেখানো হয়। সেনোরার এই স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপনের মাধ্যমে আমাদের কাজ আমাদের জন্য সহজ করা হয়েছে। বাচ্চারা এটি প্রতিদিন দেখবে এবং এর ব্যবহার শিখবে। এর পাশাপাশি আমাদের সন্তানদের মা, নারী শিক্ষক ও থেরাপিস্ট এই প্যাড ব্যবহার করতে পারবেন।’
লাইটশোর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুলতানা রাজিয়া বলেন, ‘নারী এবং স্কুল-কলেজের মেয়েদের মাঝে মাসিকের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করতে আমরা ঢাকা সহ প্রত্যন্ত অঞ্চলে স্যানিট্যারি বক্স স্থাপনে কাজ করছি। এই পরিকল্পনার নাম রেখেছি ‘জয়ী প্রকল্প’। এই প্রকল্পে নিয়মিত স্কুলের পাশাপাশি আমরা একটি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের স্কুলে একটি স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করে আমাদের যাত্রা শুরু করেছি। সচেতনতা সৃষ্টির পাশাপাশি আমাদের লক্ষ্য হল মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন হাতের নাগালে নিয়ে আসা এবং তারা যাতে কম খরচে সেগুলি কিনতে সক্ষম হয় তা নিশ্চিত করা।