রিপোর্ট:
রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সফিউদ্দীন শিল্পালয়ে বাংলার গঞ্জি মেলা চলে দুদিন ব্যপী। এই আয়োজনে দেশি ব্র্যান্ড বাংলার গঞ্জি তাদের নিজস্ব নকশাকৃত টি-শার্ট প্রদর্শন করে। এটি বাংলার গঞ্জির পঞ্চমতম আয়োজন। শিরোনাম ‘হারানো বিকেলের গল্প’ নামে। কারণ, এবারের আয়োজনের বিশেষ দিক ছিলো বাংলাদেশের রক সংগীত আইকন আইয়ুব বাচ্চুর স্মৃতি স্মারকের প্রদর্শনী। বিখ্যাত এই শিল্পীর ব্যবহৃত গিটার এবং টি-শার্ট প্রদর্শন ছিলো আয়োজনের উল্লেখযোগ্য বিষয়।
মেলার প্রথম দিন অর্থাৎ ৪ নভেম্বর সকালে এটি উদ্বোধন করেন আইয়ুব বাচ্চুর সহ ধর্মিণী ফেরদৌস আখতার চন্দনা। এদিন এবং তার পরের দিন ৫ নভেম্বর, দুদিন-ই ছিলো দর্শনার্থীর সমাবেশ।
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বাংলার গঞ্জি ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এই ব্র্যান্ডের বাংলা ক্যালিগ্রাফি, ফন্ট আর্ট শুরু থেকেই আছে ক্রেতাদের পছন্দের তালিকায়। সৃজনশীল নকশার মাধ্যমে যাপিত জীবনকে তুলে ধরার প্রয়াস দেশের এই ব্র্যান্ডটিকে আলাদা করেছে।
মোহাম্মদ ইয়ারুজ্জামান বাংলার গঞ্জির উদ্যোক্তা। বিশেষ এই প্রদর্শনী নিয়ে অনুভূতি প্রকাশে তিনি বলেন, ‘বাংলারগঞ্জির এবারের প্রদর্শনী, হারানো বিকেলের গল্প আমাদের সবার জন্যে আবেগের একটি জায়গা।‘
দুই দিনের মেলা জুড়ে দেখা গিয়েছে বাংলার গঞ্জির ক্রেতা এবং আইয়ুব বাচ্চু প্রেমীদের। সফল ভাবে শেষ হয়েছে আয়োজনটি। বাংলার গঞ্জির ওয়েবসাইট ঘুরেও কিনতে পারেন তাদের পণ্য। ঠিকানা: www.banglargonji.com