ক্র্যাশ কোর্স I জল যোগে ফাউন্ডেশন
টিকটকে ট্রেন্ডিং এ বিউটি হ্যাক দেখে চোখ কপালে ওঠার অবস্থা! কিন্তু সঠিক প্রয়োগেই বোঝা যাবে এর জাদু। ফাউন্ডেশন দেবে ম্যাক্সিমাম গ্লো, টিকেও থাকবে দীর্ঘ সময়। টোটালি ট্রান্সফারপ্রুফ হয়ে
প্রথমে ছোট একটি কাচের গ্লাসে সামান্য পানি নিতে হবে
পছন্দসই লিকুইড ফাউন্ডেশন পরিমাণমতো ঢেলে দিতে হবে গ্লাসের পানিতে
কয়েকবার নাড়িয়ে গুলিয়ে নিতে হবে ভালো করে। সাধারণত গ্লাসের নিচে গিয়ে জমা হবে ফাউন্ডেশন
তারপর মেকআপ ব্র্যাশের উল্টো সাইড দিয়ে গ্লাসের পানি থেকে ফাউন্ডেশন উঠিয়ে সরাসরি ত্বকে মাখিয়ে নিতে হবে
তারপর ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে ফাউন্ডেশন মিশিয়ে নিতে হবে ত্বকে। ব্যস!
সাধারণত পানিতে গোলানোর পর ফাউন্ডেশনে থাকা তেল সামান্য হলেও আলাদা হয়ে যায়। ফলে দেখায় পিগমেন্টেড। হয়ে ওঠে লং লাস্টিং।
বিউটি ডেস্ক
মডেল: রিচি
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল