হোমগ্রোন I রাজকন্যা
রাজকন্যা। দোর্দণ্ড প্রতাপশালী রাজার মেয়ে। যাকে নিয়ে আগ্রহ থাকে দেশসুদ্ধ লোকের। সেই নামে বাংলাদেশের বাজারে এসেছে এক বিউটি প্রসাধন ব্র্যান্ড। উদ্দেশ্য—রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের ব্যবহারকে নতুন আঙ্গিকে নিয়ে আসা। একই সঙ্গে রূপচর্চাকে কঠিন থেকে কঠিন না করে সহজ, সাধারণ পদ্ধতিতে নিত্যদিনের উপযোগী করে তোলা। রাজকন্যার পণ্য ভেষজ উপাদানে তৈরি। ত্বক ও চুলে পুষ্টি জোগায়, পিউরিফাই করে এবং সমস্যার করে সমাধান। ক্লোজ টু নেচার সল্যুশন দেওয়া এই দেশি ব্র্যান্ডের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সচেতন এর কর্তাব্যক্তিরা।
রাজকন্যা খুবই পরিচিত শব্দ। আমরা দেখেছি, শুনেছি এবং পড়েছি—রাজকন্যারা সব সময়ই সাহসী, ব্যক্তিত্বসম্পন্ন আর সুরুচির অধিকারিণী হয়ে থাকেন। তারা রূপচর্চায় সব সময় সেরা উপাদানগুলো ব্যবহার করেন এবং তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না। নিয়মিত নানা জ্ঞান ও কৌশলের চর্চা করেন তারা। সেই চিন্তা থেকেই এই ব্র্যান্ডের নামকরণ। টিম রাজকন্যা বিশ্বাস করে, প্রত্যেক মেয়েই তার নিজের জীবনে একেকজন রাজকন্যা।
আমাদের দেশের মানুষের ত্বক ও চুলের সমস্যা নিয়ে, আবহাওয়া মাথায় রেখে নির্দিষ্ট প্রডাক্ট ডেভেলপ করার জায়গায় কাজ করে যাচ্ছে দেশি বিউটি ব্র্যান্ড রাজকন্যা। করোনাকাল প্রকৃতিকে যত্ন করার এবং সেখান থেকে যত্ন নেওয়ার গুরুত্ব বুঝিয়ে দিয়ে গেছে। কোভিডের সময় যখন সবাই ধীরে ধীরে ঘরে বসে নিজে নিজে রূপচর্চা শুরু করল, রাজকন্যার শুরুটা তখনই। বাসায় বসে নিজে নিজে ফেসপ্যাক বানানোর উপকরণ হিসেবে মুলতানি মাটি, রোজ পেটাল পাউডারে তৈরি উপটান আর হেয়ারপ্যাক; আর চুলের যত্নে হেনা পাউডার, আমলা পাউডার, হিবিসকাস পাউডার দিয়ে শুরু করে রাজকন্যা। এই লেবেলের নিজস্ব আরঅ্যান্ডডি টিম, মার্কেট রিসার্চ টিম রয়েছে। তারা দীর্ঘ সময় যাচাই-বাছাই ও গবেষণা করে এই প্রডাক্টগুলো বাংলাদেশি নারীদের জন্য তৈরি করেছে।
রাজকন্যা প্রাকৃতিক উপাদানের সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে পণ্য প্রস্তুত করে। ত্বক ও চুলের জন্য নিরাপদ বলেই জানা যায়। দেশ-বিদেশের স্বনামধন্য কেমিস্টরা নিরলসভাবে প্রডাক্ট ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছেন।
প্রডাক্ট লাইনে বিভিন্ন স্কিন প্রবলেমের জন্য কয়েকটি আলাদা ফেসওয়াশ, ফেস স্ক্রাব, ক্লে মাস্ক, শাওয়ার জেল, ময়শ্চারাইজার, টোনার, সানস্ক্রিন, বডি লোশন, অলিভ অয়েলসহ মুলতানি মাটি, হেনা, মরিংগা, চন্দন, ডালিমের গুঁড়া, আমলা, লিকোরিস, উপটানের মতো পাউডারও আছে, যা দিয়ে প্রয়োজন অনুযায়ী ফেসপ্যাক, হেয়ারপ্যাক বানাতে পারবেন।
প্রতিটি প্রডাক্ট শুধু বাংলাদেশি নারীদের স্কিন ও হেয়ার কনসার্ন মাথায় রেখে, আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী ডেভেলপ করা হয়েছে বলে জানিয়েছে রাজকন্যা টিম। তারা ভ্যালুয়েবল কাস্টমারদের ফিডব্যাককেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।
রাজকন্যার বিউটি প্রডাক্টের মূল্য ৩০ থেকে ৩৩০ টাকার মধ্যে। মিনি ফেসওয়াশ ব্যবহার করা যাবে সব ধরনের ত্বকে। বিনিময় মূল্য মাত্র ৩০ টাকা।
বাংলাদেশের অধিকাংশ প্রসাধনীর দোকান ছাড়াও স্বপ্ন, আগোরা, সাজগোজ, দারাজের মতো সুপারশপ ও ই-কমার্সেও এই ব্র্যান্ডের প্রডাক্ট পাওয়া যাচ্ছে। তা ছাড়া রাজকন্যার নিজস্ব ওয়েবসাইট [www.amirajkonna.com] এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও কাস্টমাররা রিচ আউট করতে পারেন।
বাংলাদেশের প্রত্যেক নারী যেন একবার হলেও রাজকন্যার পণ্য পরখ করে দেখতে পারেন, সেই চেষ্টা করে যাচ্ছেন ব্র্যান্ডটির কর্মীরা।
সারাহ্ দীনা
ছবি: রাজকন্যার সৌজন্যে