গ্লোবাল ওয়ার্মিয়ের প্রভাব দেখা গেল গত মাসে। ইউএন-এর মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন জুলাইকে অবিহিত করেছে ‘হটেস্ট মান্থ’ হিসেবে। উষ্ণতার ঊর্ধ্বগতি পোশাক নিয়ে ভাবাচ্ছে। ফ্যাশন গবেষকেরা উপশম খুঁজছেন।
ফ্যাশন ব্লগ ‘ম্যান রিপেলার’-এর ফাউন্ডার লিয়ান্ড্রা মেডিন কোহেন এবং মিলান বেইসড ফ্যাশন লেবেল ডাবল জে-এর ফাউন্ডার জে জে মারটিন, দুজন মিলে শুরু করেছেন নতুন এক লাইন। উদ্দেশ্য, গরমের আধিক্যে বিপর্যস্ত ফ্যাশন সচেতনদের জন্যে আরামদায়ক পোশাক তৈরি। এর শিরোনাম এয়ারি অ্যাপ্রন ড্রেসিং ক্যাপসুল।
আইডিয়াটি প্রথম আসে মেডিন কোহেনের মাথায়। তিনি দুই বছর আগে একটি কালেকশন তৈরি করেছিলেন ডাবল জে ব্র্যান্ডটির সঙ্গে কোলাব করে। সেই টেবিল টপ কোলাবোরেশনের মেডিন বানিয়েছিলেন অ্যাপ্রন।
এয়ারি অ্যাপ্রন ড্রেসিং ক্যাপসুল কালেকশনে অ্যাপ্রনের নকশার ইনস্পিরেশনে তৈরি হয়েছে পোশাক। ইজি টু ওয়্যার। দেখতে দারুণ। বাতাস চলাচলের উপযোগী। এ পোশাকে দেহের বেশ কিছু জায়গা উন্মুক্ত থাকে। সব মিলিয়ে গরমে স্বস্তির সুযোগ।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন