আজকের রাশি I ১৬ আগস্ট
মেষ
কঠিন ভারটুকু নেমে যাবে আজ। টেরই তো পাবেন না।
বৃষ
কিছু একটা জানার আকাঙ্ক্ষায় থাকবে মন। বড্ড আবেগী হয়ে থাকবেন।
মিথুন
আপনার যেকোনো কাজে কেউ চটে যাবে হয়তো। যুক্তিটাই কিন্তু আপনার প্রধান অস্ত্র।
কর্কট
নিজেই নিজের মুখোমুখি হতে যাচ্ছেন আজ। সত্যিকারের আপনিরই জয় হতে চলেছে।
সিংহ
অস্বাভাবিক লাগতে পারে কোনো কিছু। চোখ বুজে ভাবতে থাকুন।
কন্যা
সার্থক একটি দিন হয়তো কাটবে। সৌভাগ্য ধরা দিচ্ছে যে।
তুলা
ঝামেলাপূর্ণ কাজগুলো বেশ মসৃণভাবেই শেষ হবে। নিজ গুণেই।
বৃশ্চিক
কাজের চাপে বিশ্রামের ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। আজ একটু বিশ্রাম নিন।
ধনু
অটল থাকার সিদ্ধান্তের কারণে জয় তো আপনার প্রাপ্য, নাকি?
মকর
অন্ধকারটা ধীরে ধীরে আলোয় রূপ পেতে যাচ্ছে। যদিও স্পষ্টভাবে দেখবেন কিছুটা পর।
কুম্ভ
নানা ভাবনা ভুলে কাজে ডুব দিন। দেখবেন, সব সরল হয়ে যাচ্ছে।
মীন
ছোটখাটো কোনো ব্যাপারে মনঃকষ্ট পেতে পারেন। মোটেই তা পাত্তা দেবেন না।