বর্তমানে টাচস্ক্রিন ফোনের কদর সবখানে। সবার কাছে। তবে এখন স্পর্শ ছাড়াই সহজে ব্যবহার করা যাবে স্মার্টফোন। সম্প্রতি বিক্সি নিয়ে এসেছে এমনই এক টাচ-স্ক্রিন স্মার্ট কন্ট্রোলার। এর সাহায্যে স্ক্রিনে স্পর্শ ছাড়াই কাজ করা যাবে অনায়াসে। পাশাপাশি মোবাইলের দিকে তাকানোর প্রয়োজনও পড়বে না। এটা ইন-এয়ার ও বিক্সি সেন্সরের মাধ্যমে চলবে। কন্ট্রোলারের সামনে হাত ঘোরালেই এর কার্যক্রম শুরু হবে।
এই কন্ট্রোলারের সাহায্যে মিউজিক, লক, ফোন কল, লাইট, গোপ্রো ইত্যাদি কাজ অনায়াসে সম্পন্ন করা যাবে। এতে গাড়ি চালানোর সময় বার্তা আদান-প্রদান, কল রিসিভ, টার্ন পেজ, নেভিগেশনসহ বিভিন্ন সুবিধা থাকবে। রান্না বা পড়ার সময় লাইট অ্যাডজাস্টিং, নতুন পৃষ্ঠা খোলাসহ বিভিন্ন কার্যক্রম থাকবে। এই স্মার্ট কন্ট্রোলারটি কিনতে লাগেবে মাত্র ৯৯ ডলার, যা বাংলাদেশি প্রায় ৮ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, এটি দিয়ে দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেকেই সুবিধা পাবেন।
আগে টাসস্ক্রিন ব্যবহারের কারণে অন্য কাজগুলো ঠিকমতো করা যেতো না। তবে স্পর্শহীন স্মার্ট কন্ট্রোলারের কল্যাণে ব্যবহারকারী এখন দৈনন্দিন কাজগুলো একসঙ্গে সহজেই করতে পারবে।