সৌদি আরবের নারীরা আবায়া নামের যে কালো পোশাক পরতেন, তা এখন রঙিন হলেও সমস্যা নেই। এবার সৌদির ফ্যাশনে যুক্ত হলো দেশটির রাজকুমারী নোরা বিনতে ফয়সাল আল-সৌদের নাম। এপ্রিলের শুরুতে হয়ে যাওয়া ফ্যাশন উইকের আয়োজকের ভূমিকায় ছিল তার নাম। শোটি ছিল শুধু নারীদের জন্য। ক্যামেরাতেও ছিল নিষেধাজ্ঞা। তবে নোরা বলেন, রক্ষণশীল হওয়ার জন্য নয়, বরং মহিলারা যাতে স্বচ্ছন্দে শো উপভোগ করতে পারেন, সে জন্যই এ ব্যবস্থা।
এ প্রসঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীদের পোশাক নিয়ে সিবিএস টিভিকে বলেন, ইসলামে শরিয়া আইন খুবই স্পষ্ট। নারীরা পুরুষদের মতোই মার্জিত ও শালীন পোশাক পরবেন। তবে কালো রঙের আবায়া বাধ্যতামূলক নয়। এমন পোশাক তারা পরবেন, যাতে তাদের সম্মান বজায় থাকে।
এ ছাড়া পোশাক ডিজাইনার ইমাম জোহারি বলেন, এই রঙিন পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন রঙের পোশাক পরাও নারীদের একধরনের ক্ষমতায়ন।
এই ডিজাইনার সবুজ, বাদামি-ধূসর ও সাদা রঙকে প্রাধান্য দেন। কাজ করেন ফরাসি পপলিনসহ ন্যাচারাল ফ্যাব্রিকের ওপর। ঘামযুক্ত শরীরের সঙ্গে লেপ্টে থাকে না বলে এটি তাদের জন্য আরামদায়ক। বর্তমানে সৌদির ফ্যাশন জগতে এর প্রাধান্য ব্যাপক।