skip to Main Content
ক্যানভাস মাস্টারক্লাস উইথ মুমতাহিনা টয়া: স্ক্রল টু স্টারডম

ফ্যাশন, বিউটি, ফুড ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ক্যানভাস’-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কর্মশালা। ‘ক্যানভাস মাস্টারক্লাস উইথ মুমতাহিনা টয়া: স্ক্রল টু স্টারডম’ শিরোনামে। তাতে ডিজিটাল কনটেন্ট সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় এক্সপোজার বাড়াতে আগ্রহী ক্রিয়েটরদের বিশেষ পাঠ দেবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া।

আগামী ১৮ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর মিরপুর ১১, পারসোনা একাডেমিতে শুরু হবে তিন ঘণ্টা সময়ব্যাপ্তির এই কর্মশালা। বিশেষত টিকটকে কনটেন্ট নির্মাণ ও জনপ্রিয়তা বৃদ্ধির প্র্যাক্টিক্যাল টিপস, টয়ার অভিজ্ঞতা থেকে কার্যকর স্ট্র্যাটেজি ও ইনসাইট এবং প্রশ্নোত্তর সেশন ও নেটওয়ার্কিং সুযোগের সমাহার থাকবে তাতে।

কর্মশালার টিকিট মূল্য ধরা হয়েছে ১,০০০ টাকা। রেজিস্ট্রেশন লিংক: canvasmagazine.com.bd/registration। ফোন: ০১৫৫২৬৩৯৮৮৬।

  • ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top