ক্র্যাশ কোর্স I বেক ডাউন
বেকিং প্রক্রিয়ায় প্রাধান্য পাচ্ছে পাউডার পাফ। তা-ও যেনতেন নয়, তিন কোনা। মসৃণ, এয়ারব্রাশড এফেক্টের জন্য। বিশেষত চোখের নিচের চারপাশজুড়ে
বেজ মেকআপ সেরে নিতে হবে বেকিংয়ের আগে
প্রেসড অথবা লুজ—পাউডারের ফর্মুলা বেছে নিতে হবে পছন্দ অনুসারে। দৌড়ের ওপর থাকলে প্রেসড পাউডার ব্যবহার ভালো। গড়বড় হওয়ার আশঙ্কা কম এটিতে। আর লুজ ফর্মুলায় চেহারায় মেকি ভাব তৈরি হবে না, দেখাবে স্বাভাবিক সুন্দর
পাউডার পাফে মাখিয়ে সরাসরি ত্বকে ব্যবহারের আগে হাতের ওপরের অংশে প্যাট করে নিতে হবে। এতে বাড়তি পাউডার পড়ে যাবে। পাফে সমানভাবে ছড়াবে। ব্যবহারে দেখাবে নিখুঁত
তারপর আস্তে আস্তে প্যাট করে চেপে পাউডার বসিয়ে নিতে হবে চোখের নিচের অংশ আর চোয়াল বরাবর
খানিকটা সময় অপেক্ষার পর একটা মেকআপ ব্রাশ দিয়ে বাড়তি পাউডার ঝেড়ে ফেলে দিতে হবে
বিউটি ডেস্ক
মডেল: সাবরিন ইসলাম
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল