ব্র্যান্ড টক I ইএলএফ
জনপ্রিয়তার কারণ
দাম নাগালের মধ্যে
হাইড্রেটিং
ভেগান
আমেরিকান কসমেটিক ব্র্যান্ড ইএলএফ। যাত্রা শুরু ২০০৪ সালে। ড্রাগস্টোর স্ট্যাপেল। দাম আকাশছোঁয়া নয়। সাশ্রয়ী। একই সঙ্গে উচ্চ গুণমানসম্পন্ন এবং ওয়ালেট ফেন্ডলি হওয়ার কারণে এই ব্র্যান্ডকে প্রতিযোগী হিসেবে দেখে অনেক নামীদামি ব্র্যান্ড। সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। আবার স্কিন টোনের ক্ষেত্রেও সব শেডেই মানিয়ে যায়। প্রোডাক্ট লাইনে স্কিন কেয়ার পণ্য আর প্রফেশনাল টুল আছে। বিশেষত্ব, মিনারেল বেইসড স্কিন কেয়ার প্রোডাক্ট। ক্রুয়েলটি ফ্রি।
হিরো প্রোডাক্ট
ইএলএফ প্রাইমার। টেক্সচার ভেলভেটি। ত্বকে কোমলতা প্রকাশে তাই যথাযথ। পোর আর লাইন সহজে ঢেকে রাখে। মসৃণতা ও উজ্জ্বলতার সন্ধি তৈরি করে ত্বকে। লাইফটাইম বেশি। অর্থাৎ দীর্ঘ সময় ব্যবহার উপযোগী। ধরন দুই রকম। ম্যাটিফায়িং ও ইলুমিনেটিং। মূল উপাদান এসকুয়ালেন। এটি একটি মলিকিউল; যা ত্বকে উপস্থিত সিবামের কার্যকারিতা ও এপিডারমিসের সক্রিয়তা বাড়ায় এবং ত্বককে আর্দ্র করে তুলতে ভূমিকা রাখে।
ক্রেতা আক্ষেপ
ফ্লেকিনেস, অর্থাৎ সাদা ছোপ ছোপ দাগ তৈরি করে ত্বকে
বিউটি ডেস্ক
ছবি: ইএলএফের সৌজন্যে