আজকের রাশি I ১০ অক্টোবর
মেষ
বন্ধুর সাহায্য আপনাকে সংকট থেকে মুক্তি দেবে।
বৃষ
ধীরেসুস্থে হলেও কাজটা চালিয়ে যান আজ। থামবেন না।
মিথুন
বাঁকা কথায় বিরক্ত করতে চাইবে কেউ। নো পাত্তা।
কর্কট
সম্মান ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন আজ।
সিংহ
সংকটে আজ বরিষ্ঠ কারও সহানুভূতি পেতে পারেন।
কন্যা
কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই ভাবুন। বিশ্লেষণ করুন।
তুলা
প্রত্যাশা ছাপিয়ে যাবে আজকের অসাধারণ প্রাপ্তি।
বৃশ্চিক
মানসিক চাঞ্চল্য কাজে বাধা সৃষ্টি করতে পারে।
ধনু
প্রেমঘটিত বিষয়ে আজ জটিলতায় পড়তে পারেন।
মকর
কল্পনাপ্রসূত কোনো কিছু বাস্তব রূপ লাভ করবে। দারুণ।
কুম্ভ
কাজের বাড়তি চাপ নেয়ার রাশটা আজ টেনে রাখুন।
মীন
বিষয়-সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধ মিটে যাবে।