আজকের রাশি I ১৬ নভেম্বর
মেষ
পারিবারিক সম্মান বাঁচাতে নিজে ত্যাগ স্বীকার করুন।
বৃষ
অপ্রিয় সত্য কথা আজ না বলাই ভালো হবে।
মিথুন
ক্রিমিনাল কোর্টে মামলার রায়টা আপনার দিকেই যাবে।
কর্কট
সন্দেহের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরীক্ষা করুন।
সিংহ
সংকোচ করছেন কেন? সাবলীল থাকুন।
কন্যা
প্রেমের উৎপাত সহ্য করতে হবে আজ।
তুলা
খুবই তুচ্ছ ব্যাপারটি। তারপরও দুশ্চিন্তা করছেন কেন?
বৃশ্চিক
অত্যুৎসাহী হয়ে কেউ কাজটাই গুবলেট করে দিতে পারে। সুযোগ দেবেন না।
ধনু
জলবাহিত রোগে ভুগতে হতে পারে আজ।
মকর
বিদেশযাত্রার সুযোগ আজ আসতে পারে।
কুম্ভ
স্থির হয়ে ভাবুন তো, কী করা যায় আজ।
মীন
রঙ্গ-রসিকতায় কেটে যাবে আজকের সময়টা।