একটি নতুন আর্ট কিউরেশন সেবার ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মস, যা গতানুগতিক সেবার তুলনায় আলাদা। বাংলাদেশের প্রাণবন্ত শিল্পজগতকে তুলে ধরার লক্ষ্যে এই যুগান্তকারী প্ল্যাটফর্ম কাজ করছে। নিজেদের বাড়ি ও অফিসে মানুষ যেভাবে শিল্পকর্ম প্রদর্শন করেন বা এর অভিজ্ঞতা গ্রহণ করেন, বিশেষজ্ঞ কিউরেটরদের টিমকে সাথে নিয়ে সেই জায়গায় বিপ্লব ঘটাতে চায় প্ল্যাটফর্মস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই আর্ট কিউরেশন পদ্ধতির কেন্দ্রে থাকে ক্রেতার নিজস্ব পছন্দ ও দর্শন। এটি মাথায় রেখে এমন একটি কিউরেটেড কালেকশন তৈরি করা হয় যা তার রুচি ও স্টাইলকে প্রতিফলিত করে।
বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মস তাদের সেবা সম্পর্কে আরো জানায়:
* পরামর্শ প্রদান: ‘পারসোনালাইজড পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এ পর্যায়ে আমরা আপনার পছন্দ, স্টাইল ও কাঙ্ক্ষিত পরিবেশ নিয়ে আলোচনা করব।’
* প্রয়োজনের মূল্যায়ন: ‘পরামর্শের পর আমাদের টিম আপনার বাড়ি বা অফিসের মূল্যায়ন করবে। এক্ষেত্রে আলো, ডিজাইন এবং কাজে লাগানোর মতো জায়গার কথা বিবেচনা করা হবে। একইসাথে আমরা কিউরেশন পদ্ধতির জন্য একটি সুস্পষ্ট বাজেট রেঞ্জ নির্ধারণ করে দিই। আমরা নিশ্চিত করি যে আপনার আর্থিক সামর্থ্যের সাথে মিল রেখে আপনার বাড়ি বা অফিস নান্দনিকভাবে সেজে উঠবে।’
* শিল্পকর্ম নির্বাচন: ‘আমাদের অভিজ্ঞ কিউরেটরদের ওপর আস্থা রাখুন। তারা আপনার রুচি অনুযায়ী শিল্পকর্ম আপনার জন্য বাছাই করবেন।’
* মতামত: ‘নির্বাচিত শিল্পকর্মগুলো পর্যালোচনা করুন এবং আপনার মতামত জানান। সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট পর্যায়ে আমরা আপনার পছন্দের ওপর ভিত্তি করে নির্বাচিত শিল্পকর্মটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনি।’
* কাস্টমাইজেশন: ‘চূড়ান্ত পর্যায়ে আপনার নির্ধারিত রং, থিম ও শৈল্পিক স্টাইলের সাথে মিল রেখে কালেকশনটি কাস্টমাইজ করা হয়।’
* ডকুমেন্টেশন ও অনুমোদন: ‘একটি বিস্তারিত চুক্তির মাধ্যমে কিউরেশন পদ্ধতিটিকে আনুষ্ঠানিক রূপ দিন। সন্তুষ্ট হলে চূড়ান্ত কালেকশনের জন্য আপনার অনুমোদন দিন।’
* ইনস্টলেশন: ‘আমাদের লজিস্টিকস পরিকল্পনার সময় ইনস্টলেশনের জন্য একটি সুবিধাজনক সময় নির্ধারণ করুন। আমাদের টিম কৌশলগত স্থান নির্ধারণের সাথে পেশাদার ইনস্টলেশন নিশ্চিত করে, যাতে সর্বোচ্চ ভিজ্যুয়াল ইমপ্যাক্ট পাওয়া যায়।’
* নতুন রূপে আপনার বাড়ি বা অফিস: ‘কিউরেটেড শিল্পকর্মের মাধ্যমে আপনার বাড়ি বা অফিস কীভাবে বদলে যায় দেখুন। আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কি না জানতে একটি ক্লায়েন্ট ওয়াকথ্রু নিন।’
প্ল্যাটফর্মসের প্রতিষ্ঠাতা রায়ানা হোসেন বলেন, ‘প্ল্যাটফর্মস বিশ্বাস করে যে, শিল্পকর্ম শুধু ঘর সাজানোর উপকরণই নয়, বরং এটি আপনার পরিচয়ের একটি অংশ। আমাদের আর্ট কিউরেশন পদ্ধতিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার বাড়ি বা অফিসকে একটি ক্যানভাসে পরিণত করে আপনার গল্প বলবে।’
পরামর্শের জন্য যোগাযোগ করুন প্ল্যাটফর্মস ওয়েবসাইটে (https://plat-forms.com)।
- ক্যানভাস অনলাইন