আজকের রাশি I ২৪ ডিসেম্বর
মেষ
দারুণ ফিডব্যাক পাবেন, অনুপ্রাণিতও হবেন বেশ।
বৃষ
উল্টো পথে হাঁটতে হতে পারে আজ, উল্টা-সিধার ব্যাপারটা অবশ্য আপেক্ষিক।
মিথুন
‘প্লাস পয়েন্ট’ জাতীয় কিছু একটা খুঁজে পাবেন আজকের দিনে।
কর্কট
অস্থির সময়কে স্বস্তি দিবে আজকের দিনটি, অনেক কিছু ঘটতে যাচ্ছে আজ।
সিংহ
আরোপিত বিষয়গুলোর চেয়ে সাবলীল ভঙ্গিটাকেই গুরুত্ব দিতে হবে।
কন্যা
স্নেহসিক্ত দিন, আপনি তো স্নেহের কাঙাল!
তুলা
নিমন্ত্রণ তো পেলেন, আজ কি তা রাখা যায়?
বৃশ্চিক
গুণগত মানের ব্যাপারে আপোস করবেন না একেবারেই।
ধনু
নেতৃত্বের গুণাবলি যথেষ্ট আছে আপনার, আজ তা ফুটে ওঠার দিন।
মকর
দীর্ঘদিন চর্চা করেছেন যা নিয়ে, আজ তার ফল পেতে যাচ্ছেন!
কুম্ভ
প্রাণটা কাঁদবে কেন যেন আজ, প্রিয়জনকে কি খুব মনে পড়ছে?
মীন
ক্ষোভটা খানিক বাড়তে পারে আজ।