skip to Main Content

সেলিব্রিটি স্টাইল I শুভ সমাচার

আরিফিন শুভ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু; এখন রুপালি পর্দার তরুণ তুর্কি। সম্প্রতি ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। বোদ্ধাদের প্রশংসা পেয়েছেন। মাঝে বেশ কয়েক বছর অভিনয় করেছেন ছোট পর্দায়। বড় পর্দায় অভিষেক ২০১০ সালে। সিনেমার নাম ছিল জাগো। দর্শকনন্দিত আরিফিন শুভ এবার হাজির হলেন অন্য রূপে। ফটোশুটের ব্যস্ততার ফাঁকে খুঁটিনাটি বিষয়ে কথা হয়েছে তাঁর সঙ্গে

প্রিয় পোশাক
 নাটক ও সিনেমায় চরিত্রের প্রয়োজনে নানা ধরনের পোশাক পরতে হয়। মডেলিংয়ের ক্ষেত্রেও তাই। ব্যক্তিগতভাবে আমি ডেনিম ও টি-শার্ট বেশি পছন্দ করি। তবে আরামদায়ক যেকোনো পোশাকের প্রতি আমার দুর্বলতা রয়েছে।
প্রিয় রঙ
 কালো ও নীল। এ রঙ দুটিকে শোক আর বেদনার প্রতীক বলা হলেও আমাকে ভীষণ আকর্ষণ করে।
প্রথম ক্রাশ
 আমার পড়ার টেবিলটা ছিল জানালার পাশে। সেখান দিয়ে খানিকটা দূরে এক বাসার জানালায় প্রায়ই একটি মেয়েকে দেখা যেত। তাকে ভালো লেগেছিল। বলা যেতে পারে সেটিই আমার প্রথম ক্রাশ।
নিজের সম্পর্কে সবচেয়ে মজার রিউমার
 কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন কানে এলো, আমি নাকি কারও পিতা হয়েছি। অর্থাৎ আমার একটি বাচ্চা রয়েছে। কে বা কারা, কী কারণে এই গুজব ছড়িয়েছিল জানি না। তবে সে সময় বেশ মজা পেয়েছিলাম।
ব্র্যান্ডপ্রীতি
 বিশেষ কোনো ব্র্যান্ড আমাকে টানে না। বিভিন্ন ব্র্যান্ডের আলাদা প্রডাক্টের প্রতি ভালো লাগা রয়েছে। পোশাকের ক্ষেত্রে কমফোর্টেবল প্রীতি আছে। অর্থাৎ আরামদায়ক হলেই পোশাকটি আমার প্রিয়।
অপ্রকাশিত প্রতিভা
 এটি প্রতিভা কি না জানি না। আমি খুব ভালো ম্যাসাজ করতে পারি।
প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন
 থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপ। সমুদ্রসৈকত, পাহাড়, বন- সব মিলিয়ে আমার মনে হয় ওটা অন্য রকম এক মায়াবী জগৎ।
কোন প্রসাধন ছাড়া চলেই না?
 ঘর থেকে বের হতে হলে আমার পারফিউম চাই।
প্রিয় সোশ্যাল অ্যাপ
 ফেসবুক।
প্রিয় খাবার
 আইসক্রিম আর চকলেট। খুব পছন্দ করি। এ দুটি আমার মন ভালো করে দেয়।
অবসরে প্রিয় কাজ
 ঘুম। এ সময়টা আমি ঘুমিয়ে কাটাতে পছন্দ করি।
শখ
 সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। সময় পেলেই সিনেমা দেখতে বসে যাই। এ ছাড়া জিমে সময় কাটানো আমার ভীষণ পছন্দের।
প্রিয় অভিনেতা-অভিনেত্রী
 হুমায়ুন ফরীদি ও কবরী। এই দুজনের অভিনয় আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি।
প্রিয় সিনেমা
 বলতে পারেন আমি অ্যাকশন সিনেমার ফ্যান। প্রিয় সিনেমার তালিকাটাও বেশ বড়। এর মাঝে থাইল্যান্ডের সিনেমা ওং ব্যাক-এর নাম বিশেষভাবে বলতে পারি।
প্রিয় গায়ক-গায়িকা
 বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।
আপনি কি আবেগপ্রবণ?
 ভীষণ।
আপনার কোনো আইডল?
 এককভাবে কাউকে আইডল মানতে নারাজ। তবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অনেককেই অনুসরণ করি।
ছেলেবেলায় কী হতে চেয়েছিলেন?
 ছোটবেলায় বাসের কন্ডাক্টরদের দেখলে ভাবতাম, এরা অনেক জায়গায় ঘুরতে পারে। তাই সে সময় মনে হতো, বড় হয়ে বাসের কন্ডাক্টর হবো।
দশ বছর পর নিজেকে কীভাবে দেখতে চান?
 আমি আসলে এভাবে ভাবি না। আমার কাছে আজকের দিনটি বেশি গুরুত্বপূর্ণ। আজকের কাজটাই ভালোভাবে করতে চাই। কাল কী হবে, তা নিয়ে তাই খুব বেশি ভাবি না।
 জাহিদুল হক পাভেল
স্টাইলিং ও কনসেপ্ট: নুজহাত খান
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস
ওয়্যারড্রোব: ওটু ও জুরহেম

This Post Has 3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top