বুলেটিন
বডি শপের ‘শতভাগ ভেগান’ সার্টিফিকেশন
ব্রিটিশ কসমেটিকস, স্কিন কেয়ার এবং পারফিউম কোম্পানি বডি শপ শতভাগ ভেগান কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভেগান সোসাইটি এ-বিষয়ক সনদ দিয়েছে। বিশ্বে এবারই প্রথম কোনো বিউটি ব্র্যান্ড এমন মর্যাদা পেল। তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, ২০২১ সালে লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে কাজ শুরু করে ব্র্যান্ডটি। তখন তাদের ভেগান পণ্যের পরিমাণ ছিল ৬০ শতাংশ। সেখান থেকে শতভাগের মাইলস্টোন ছুঁয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান বাইকেলের বয়ান পাওয়া যায় বিজ্ঞপ্তিতে। বলেছেন, ‘আমরা লক্ষ্যে পৌঁছে দেখিয়েছি! কারণ, আমরা জানি, লাখ লাখ মানুষের কাছে ভেগান বিউটি প্রোডাক্ট গুরুত্বপূর্ণ। আমাদের টিমের ক্লান্তিহীন কাজের ফল এটি।’
ব্রাও ফ্রিজ জেল নিয়ে অ্যানাস্তেশিয়া বেভারলি হিলস
২০২৩ সালে লঞ্চ হয় অ্যানাস্তেশিয়া বেভারলি হিলসের ব্রাও ফ্রিজিং এক্সট্রিম হোল্ড ওয়াক্স। বাজারের আসার পরপরই জেন জি ফেভারিট হয়ে ওঠে। যার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর ভাইরাল সব কনটেন্টে। বছরজুড়ে তুলতুলে মোলায়েম আইব্রাওয়ের মূল রহস্য এটি। পণ্যটির ক্রেতাচাহিদাকে গুরুত্ব দিয়ে এই ব্র্যান্ড সম্প্রতি নিয়ে এসেছে একটি সিস্টার প্রোডাক্ট। আগেরটির সঙ্গে মূল পার্থক্য—এটি জেল টাইপের, ওয়াক্সি নয়। ফর্মুলায় প্যারাবেন, মিনারেল অয়েল ও সুগন্ধি ব্যবহার করা হয়নি।
ল্যানকম দূত জয় সানডে
ফ্রেঞ্চ লাক্সারি পারফিউম অ্যান্ড কসমেটিক হাউস ল্যানকমের গ্লোবাল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ান-আমেরিকান অভিনয়শিল্পী জয় সানডে। গত বছরের আলোচিত ওটিটি সিরিজ ‘ওয়েন্সডে’তে অভিনয় করে তিনি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। ল্যানকম পরিবারের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সানডে এই নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। বলেছেন, ‘ল্যানকম আমার জন্য এমন একটি ব্র্যান্ড, যেটি আমি ভালোবাসি, শ্রদ্ধাও করি। ব্র্যান্ডটি বরাবরই মেয়েদের ক্ষমতায়নে সচেতনভাবে কাজ করে যাচ্ছে। এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ