আজকের রাশি I ৮ ফেব্রুয়ারি
মেষ
ভরপুর আনন্দের দিন। আর কী বলবো!
বৃষ
শেষ দফায় আপনারই জয় হতে চলেছে আজ।
মিথুন
সন্দেহ করবে কেউ। করলে করুক, আপনি নিজের কাজেই থাকুন।
কর্কট
আমোদ-উৎসবেই কেটে যাবে চব্বিশ ঘণ্টা।
সিংহ
অস্বস্তিটা চাপা না দিয়ে অসংকোচে বলুন। নতুবা ঠেকতে পারেন।
কন্যা
গনগনে হয়ে আছে মনটা। আজ শান্ত হবে।
তুলা
এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, বাস্তবতাটা মেনে নিন।
বৃশ্চিক
মন বিশ্রাম চাচ্ছে? আজ না হয়ে মনের কথা শুনুন।
ধনু
অচেনা কিছুর মুখোমুখি হবেন আজ। চেনা চেনা লাগবে তা।
মকর
নতুন কোনো কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। পারবেনও।
কুম্ভ
আজ কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
মীন
ঝামেলাকে তুড়ি মেরে উড়িয়ে দিন। সেই ক্ষমতা আপনার আছে।