কর্মজীবীদের জীবন যাপনের সব কিছুই কর্মঘণ্টাকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করতে হয়। ঘরে ফিরে আরামের কথাই সবার আগে মাথায় আসে। তাই বলে দরজা পেরুলেই আলুথালু পোশাক পরতে চান সবাই, তা কিন্তু নয়। অনেকে বাসায় ফিরেও থাকতে চান গুছিয়ে।
আবার, অনেক সময়ে এই সময়ে বাসায় আসেন অতিথিরা। নিজেকে প্রস্তুত করতে চাইতে পারেন সে উপলক্ষ্যেও।
• চোখে ক্লান্তির ছাপ পরতেই পারে। কারণ সেই সকাল থেকেই চোখ বিশ্রামহীন। চোখে ক্যাট আই লুক তৈরি করে সজীবতা ফেরানো যেতে পারে। কাজল আর আইলাইনার ব্যবহার করে এই লুক সম্পন্ন করা যেতে পারে।
• সাজের ক্ষেত্রে পোশাক এবং অনুষঙ্গের রং গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে। রঙের যথাযথ ব্যবহারে প্রস্ফুটিত হতে পারে শতভাগ সুন্দরতা।
• গয়নার ক্ষেত্রেও বাহুল্য বর্জিত থাকতে পারেন। সোনালি গয়না ব্যবহার করতে চাইলে সকল জুয়েলারিই হতে পারে এই এক রঙের। রুপালিসহ অন্যান্য মেটালের ক্ষেত্রেও তাই।
• লিপস্টিকে বাজিমাত করা যেতে পারে। বোল্ড লিপে উজ্জ্বল হতে উপস্থিতি। পছন্দের গাঢ় রং বেছে নিতে পারেন। অন্য কোনো সাজে মন না টানলে এই ঠোঁট রাঙানোতেই সই।
• চুল আঁচড়ে নিতে পারেন মনমতো করে। খোলা না রেখে একটি ক্ল ক্লিপ অথবা মেসি বান করা যেতে পারে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ