আকাশ জোড়া মেঘ দেখলে কারও ভালো লাগে, কারও মন বিষণ্ণ হয়ে যায়। কিন্তু ব্যস্ত শহরে মন ভার করে বসে থাকার জো নেই! আবার ছুটি নিয়ে আনন্দে অবগাহনও সম্ভব নয় প্রতিদিন।
তবু এমন মেঘ মেদুরে বিশেষভাবে নিজেকে সাজিয়ে নিলে উদযাপন হতে পারে প্রতি মুহূর্তে। কীভাবে নিজেকে প্রস্তুত করবেন এমন দিনের জন্যে? সে গল্প থাকছে অল্প কথায়।
• লেয়ারিং পরিকল্পনা করতে পারেন। হালকা বুননের শ্রাগ রাখতে পারেন ওয়্যারড্রব প্ল্যানিংয়ে। কোটিও ব্যবহার করা যেতে পারে।
• মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন এমন দিনে। টপের সঙ্গে বটমের ক্ষেত্রেও এই সূত্র ব্যবহার করা যেতে পারে, আবার অনুষঙ্গের ক্ষেত্রেও করা যেতে পারে।
• কালার ব্লকিংয়ে হয়ে উঠতে পারেন অনবদ্য। পুরো আউটফিট প্ল্যানিংয়ে কিছু একটা রাখতে পারেন একদম ভিন্ন শেডের।
• শাড়ি পরতে পারেন। আবার পরতে পারেন ম্যাক্সি ড্রেসও। লেয়ারিংয়ে থাকতে পারে বুক খোলা লং কোট।
• ট্রাউজার পরতে চাইলে লুজ ফিটিং বেছে নিতে পারেন। এতে আরাম যেমন পাবেন এমনি স্টাইলিশও লাগবে।
• সহজ সরল পোশাক বেছে নিলে মেঘলা দিন উপভোগ সহজ হবে। বাড়তি কিছু সঙ্গে থাকলে বাড়বে ঝক্কি।
• উজ্জ্বল রং বেশ মানাবে। সাদার স্নিগ্ধতাকেও আপন করে নিতে পারেন।
• ফুটওয়্যারে বুট থাকলে বেশ সহজ লাগবে হাঁটাচলা। এর বাইরে স্নিকারও পরতে পারেন।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ