skip to Main Content
রঙ বাংলাদেশ ঈদ কালেকশন

ঈদুল ফিতরের উৎসবের আবহ বা প্রস্তুতি সাধারণত শুরু হয়ে যায় রমজানের প্রথম দিন থেকেই। বিশেষ করে পোশাকের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই এই উৎসবের আগ্রহকে গুরুত্ব দিয়ে অন্যতম শীর্ষ দেশি ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ও তাদের আয়োজন সম্পন্ন করে ফেলে একেবারে শুরু থেকেই। তাই হাজির তাদের এবারের ঈদ কালেকশন।

প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ থিমভিত্তিক কালেশনের দিকে মনোযোগ দিয়েছে। এবারের থিম ‘আল হামরা মসজিদ’, ‘টি’নালক উইভিং’ ও ‘ডিলাইট ইন ডিজাইন– ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আল হামরা মসজিদ স্পেনের কর্ডোবা শহরে অবস্থিত উমাইয়া খলিফাদের নির্মিত একটি ঐতিহাসিক স্থাপত্য। ৭৮৪ সালে নির্মিত এই মসজিদ ইসলামী স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। মসজিদটির অনন্য শিল্পশৈলীমণ্ডিত নকশার অনুপ্রেরণাকে রঙ বাংলাদেশ কাজে লাগিয়েছে ঈদের পোশাকে।

টি’নালক উইভিং একটি ঐতিহ্যবাহী বুননশিল্প, যা ফিলিপাইনের টি’বোলি জনগোষ্ঠীর সামাজিক পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন এই শিল্প মাধ্যমে প্রাকৃতিক সুতোর ব্যবহারে সুন্দর নকশার টি’নালক শাড়ি ও অন্যান্য পোশাক তৈরি হয়, যা মূলত স্বপ্ন ও প্রাকৃতিক দৃশ্য অনুপ্রাণিত জটিল জ্যামিতিক নকশা ও নিপুণ কারুকাজের জন্য পরিচিত। এই শৈল্পিক বুননশিল্প টি’বোলি নারীদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত হয়েছে, রঙ বাংলাদেশ সেই শিল্প অনুপ্রেরণার ছাপ রেখেছে নিজস্ব ঈদ পোশাকের কালেকশনে।

‘ডিলাইট ইন ডিজাইন– ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয় কারিগরদের তৈরি রূপার শিল্পকর্ম। এটি ভারতীয় ঐতিহ্যবাহী মোটিফ এবং ব্রিটিশ নকশার সমন্বয়ে তৈরি, যা রাজপরিবার ও ঔপনিবেশিক অভিজাতদের জন্য ব্যবহৃত হতো। এই ব্যবহার্য্য শিল্পকর্মে আছে সূক্ষ্ম খোদাই, জটিল নকশা এবং কারিগরদের সৃজনশীলতার ছাপ। ভারতীয় ও ব্রিটিশ সংস্কৃতির মেলবন্ধনের এই শিল্পধারা থেকেও রঙ বাংলাদেশ তাদের ঈদ সামগ্রী তৈরিতে প্রেরণা নিয়েছে।

এই থিম নির্ভর আইডিয়ার সাথে দেশীয় সংস্কৃতি, প্রকৃতি, আবহাওয়া, কাপড়ের আরাম, রঙ, বুনন এবং টেকসইয়ের দিকেও পূর্ণ মনোযোগ ও যত্নের ছাপও লক্ষ্যণীয় দেশের শীর্ষস্থানীয় এই ফ্যাশন হাউসের ঈদের পণ্যে।

এই সংগ্রহে রয়েছে ছোট-বড় সবার পোশাক। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। ফলে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই ডিজাইন বা থিমের পোশাক পরে উদযাপন করতে পারবে এবারের ঈদ উৎসব। এ ছাড়াও রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড হিসাবে থাকছে: তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে তৈরী করা ওয়েস্ট রঙ-এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় জগত রঙ জুনিয়র-এর ঈদ আয়োজন।

এবারের সংগ্রহে মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি। ছেলেদের পোশাক পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট ইত্যাদি । ছোটদের পোশাক থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। আছে টিনএজারদের উপযোগী টপস। এ ছাড়া আরও রয়েছে জুয়েলারি, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী। পাশাপাশি, নিয়মিত সকল আয়োজন তো থাকছেই।

সকল ক্রেতাসাধারণের কথা বিবেচনা করে পোশাকের মূল্যও রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যে। আছে অনেক রকম অফার। আপনজনকে উপহার দিতে রয়েছে ‘রঙ বাংলাদেশ ঈদি গিফট ভাউচার’। ঈদ আয়োজনকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে পোশাক।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী। এ ছাড়া ঈদ আয়োজনের সকল পণ্যই পাবেন অনলাইন প্ল্যাটফর্মে। ভিজিট করতে পারেন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। আপনার অর্ডার করা পছন্দসই ‘রঙ বাংলাদেশ’ এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌছে যাবে আপনার ঘরে। যেকোন প্রয়োজনে ফোন/হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে ।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top