বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের বাজনা বাজলো বলে। ডেটিং থেকে ক্রমে প্রেম। হলিউডের গায়ক ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন প্রিয়াঙ্কা। শেষমেশ গত ১৮ জুলাই প্রিয়াঙ্কার জন্মদিনে হাঁটু মুড়ে বসে আর দু’হাত প্রসারিত করে আনুষ্ঠানিকভাবে প্রোপজও করে ফেলেছেন জোনাস। শুধুই প্রোপোজ নয়, প্রেমিকার আঙুলে পরিয়ে দিয়েছেন হীরের আংটি। নিউইয়র্কের টিফানি স্টোরের ঝাঁপ বন্ধ করে সময় নিয়ে প্রিয়াঙ্কার জন্য আংটি কিনেছেন হলিউড তারকা। প্রিয়াঙ্কা এখন আনুষ্ঠানিকভাবে সম্পর্কে আবদ্ধ। তাই নিকি জোনাসের সঙ্গে অঙ্গুরীবদ্ধ প্রিয়াঙ্কার ঘরবাঁধা এখন সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে, আগামী অক্টোবরেই তিনি বিয়ে করতে চলেছেন। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার ব্যাপারে জোনাস অত্যন্ত সিরিয়াস। উল্লেখ্য, পরিচালক আলি আব্বাস জাফর টুইট করে জানান ‘ভারত’ ছবিতে থাকছেন না প্রিয়াঙ্কা। ওই টুইট থেকেই পরিস্কার হয়ে যায়, খুব শীঘ্রই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন প্রিয়াঙ্কা। তাই ‘ভারত’ ফিল্মে থাকা হচ্ছে না তাঁর। টিম ‘ভারত’-এর পক্ষ থেকে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছাও জানানো হয়েছে। প্রিয়াঙ্কার পরিবার ও বন্ধুবান্ধবরা খুবই খুশী। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোরকদমে।
Related Projects
হারল্যান স্টোর: তারকাদের কাছে জনপ্রিয়তার কারণ
- September 8, 2024
২০২৫ সাল নাগাদ দেশজুড়ে দেড় হাজার আউটলেট চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে