skip to Main Content
বাংলাদেশে যাত্রা শুরু ‘সেভি’র

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল মালয়েশিয়ার বিখ্যাত স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড সেভি বাংলাদেশ। এখন থেকে বিশ্বখ্যাত এ ব্র্যান্ডের বিভিন্ন স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য অনলাইনে পাওয়া যাবে। চলতি মাসেই রাজধানীসহ দেশের বড় বড় শপিংমল বা মেগামলগুলোতে সেভির শোরুম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে সেভি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এ নবযাত্রার ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদার-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ফয়সাল আহমেদ বলেন, ‘মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের স্কিন কেয়ার ও প্রসাধন সামগ্রী বাজারজাত করবে সেভি বাংলাদেশ। আমাদের প্রতিটা পণ্যেই ১০০ ভাগ হালাল ও ন্যাচারাল। এ ছাড়াও আমাদের সকল পণ্য মালয়েশিয়ায় তৈরি হয়। এরই মধ্যে সেভি বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশে পণ্য সরবরাহ করছে। মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই সেভির সুনাম রয়েছে। এমন বিখ্যাত একটি ব্র্যান্ড আমাদের দেশে যাত্রা শুরু করায় বিউটি সেক্টরে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এ ছাড়াও বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি করার পরিকল্পনা রয়েছে।’

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top