ফের বাঙালি তার কীর্তি দিয়ে জয় করে নিচ্ছে বিলেতকে। বাঙালির কীর্তির কাছে মাথা ঝুঁকিয়েছে ব্রিটেন। বাংলার তিন প্রজন্মের তিন সন্তানকে সম্মান জানাতে প্রস্তুত হাউজ অব কমন্স। জন্মসূত্রে বাংলাদেশের বাঙালি ও বর্তমানে ব্রিটিশ নাগরিক বিশিষ্ট ব্যবসায়ী এনাম আলি, অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়িকে তাঁদের অসামান্য কাজের জন্য সম্মান জানাতে প্রস্তুত ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের চার্চিল হল।
সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গোটা বিশ্বের বাঙালিদের সংবর্ধনা জানাতে চলেছে ব্রিটেনের এশিয়ান পাবলিকেশন লিমিটেড। আজ বুধবার হাউজ অব কমন্সের চার্চিল হলে গুণী বাঙালিদের সম্মাননা জ্ঞাপন করবে এই প্রতিষ্ঠান। এই অনুষ্ঠানে বেঙ্গল প্রাইড সম্মান জ্ঞাপন করা হবে বাঙালি ব্যবসায়িক উদ্যোগপতি এনাম আলিকে। ব্যবসা-বাণিজ্যে তাঁর বিশেষ অবদানের জন্য এই সম্মান।
এ ছাড়া রবীন্দ্রসঙ্গীত ও লোকগানে বিশেষ অবদানের জন্য বেঙ্গল প্রাইড পুরস্কারে সম্মান জানানো হচ্ছে সাহানা বাজপেয়িকে। আর বিশ্ব অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে জ্ঞানচর্চার অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান জানানো হচ্ছে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। এ ছাড়া এনডিভির সাংবাদিক প্রণয় রায়সহ আরও বেশ কয়েকজনকে সম্মান জ্ঞাপন করা হবে এই অনুষ্ঠানে।
এঁরা প্রত্যেকেই এই সম্মানে অভিভূত। সাহানা বাজপেয়ি তাঁর ফেসবুক পেজে এ বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।