ঈদে চাই নতুন শাড়ি। বাঙালি ললনারা তাই ছোটেন বিভিন্ন দোকানে বাহারি ডিজাইনের শাড়ির খোঁজে। ঈদের শাড়ির সঙ্গে থাকা চাই আভিজাত্য ও নতুনত্বের ছোঁয়া। এখন পাথর, চুমকি, লেস বসানো জাঁকজমক শাড়ির চলটা কম। মসলিন, বেনারসি, জামদানি ও কাতান শাড়িই থাকছে ক্রেতাদের প্রথম পছন্দে। ঈদ সামনে রেখে নারীদের আনন্দকে বাড়িয়ে দিতে আকর্ষণীয় সব ডিজাইনের শাড়ি নিয়ে সেজেছে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ।
শাড়িগুলোর উপকরণ, রং আর নকশায় যোগ হয়েছে বৈচিত্র্য। এবারের ঈদে খানিকটা গরম থাকায় সুতি, খাদি, অ্যান্ডি, সিল্ক, হাফ সিল্ক শাড়ির প্রতি সবার আগ্রহ বেশি। ক্রেতাদের আগ্রহের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি প্রকৃতির সঙ্গে মিল রেখে শাড়িতে ব্যবহার করেছে হালকা ও উজ্জ্বল রঙ। নীল, বেগুনি, ম্যাজেন্টা, ফিরোজা, পেস্ট, সাদা, গোলাপি, সবুজ শাড়িতে নারী হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়। শাড়িতে রয়েছে চওড়া পাড়ের আধিক্য।
ঈদের দিনে ঘরের সব কাজ সেরে ফেলতে পারেন পছন্দের শাড়ি গায়ে জড়িয়েই। শাড়ির আঁচলে রয়েছে ভিন্নতা। ছোট আঁচলের শাড়ি বেশ স্টাইলিশ। নান্দনিকভাবে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের মিশেলে লা রিভ ঈদ আয়োজনের প্রতিটি পোশাকে এনে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মন্নুজান নার্গিস জানান, লা রিভ ঈদ ফেস্টিভ্যাল টেলস-২০১৮ হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।