দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন ভূমিকায়। অভিনয়ের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি এখন প্রযোজক। তাঁর প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ প্রথম প্রযোজনা হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেবী’ মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন জয়া স্বয়ং। জয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। পরিচালনায় অনম বিশ্বাস।
এ ছবির প্রধান চরিত্রগুলোর মধ্যে ছবির চরিত্র মিসির আলির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ১ জুন ছিল তাঁর জন্মদিন। দিনটি সেলিব্রেট করতে গিয়ে ফেসবুকের লাইভ ভিডিও থেকে ‘দেবী’ মুক্তির সম্ভাব্য তারিখ জানিয়েছেন চঞ্চল।
কলকাতার টলিউডের পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবির শুটিংয়ের কাজে জয়া এ মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন। সেপ্টেম্বরে এই ছবির মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেবী’ এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। তাই ‘দেবী’ মুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না। সবকিছু ঠিক থাকলে কোরবানি ঈদের ঠিক পরপরই ছবিটি মুক্তির আশা রাখি। আমার প্রিয় ভক্ত-দর্শক ‘দেবী’র সঙ্গে থাকবেন।’
উল্লেখ্য, ছবিটি নির্মাণের জন্য জয়াকে বাংলাদেশ সরকার আর্থিক অনুদানও দিয়েছে। অভিনেতা চঞ্চল চৌধুরী ছবি প্রসঙ্গে বলেন, যাঁরা হুমায়ূন আহমেদকে পছন্দ করেন, তাঁরা মিসির আলিকেও পছন্দ করেন। এই প্রথম বড় পর্দায় আসছে মিসির আলি।