এই গরমে যারা বিয়ে করছেন, তাদের সুবিধার্থে স্টাইলসেল আয়োজন করছে সামার ব্রাইডাল ফেস্টিভ্যাল। যাতে থাকছে এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা, লং গাউন, শারারাসহ ব্রাইডাল শু, গয়নাসহ হরেক রকম অ্যাকসেসরিজ। ডিজাইনার ব্রাইডাল কালেকশনের পাশাপাশি ফেস্টিভ্যালে মিলবে তাদের সিগনেচার কালেকশনের একটি বিশাল রেঞ্জ। আগামীকাল ৪ মে স্টাইলসেলের গুলশান ১-এর সাউথ অ্যাভিনিউ শোরুমে বসছে এই ব্রাইডাল ফেস্টিভ্যাল। সকাল ১০টা থেকে রাত ৯টা।
Related Projects
যুক্তরাষ্ট্র-বাংলাদেশে চালু ক্রাউডশিপিং সেবা ‘ডিমহাম’
- June 30, 2025
এই স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতারা বাংলাদেশি এবং তাদের লক্ষ্য আগামী ১৮ মাসে কানাডা, ভারতসহ ১৫০টিরও বেশি দেশে এই সেবা সম্প্রসারণ করা

