‘আমার দাড়ি আমার শরীরের অংশ। আমার শক্তি আর আত্মবিশ্বাসের উৎস’- বলছিলেন হারনাম কাউর। না! দাড়িওয়ালা কোনো সুপুরুষের কথা হচ্ছে না। ২৪ বছর বয়সী একজন নারী তিনি। ইনস্টাগ্রামে পরিচিত ‘দ্য বিয়ার্ডেড ড্যাম’ নামে। বিশ্বজুড়ে তিনি বিখ্যাত তার দাড়ির জন্য, সুপরিচিত বলিষ্ঠ এবং প্রেরণামূলক কথার জন্য। হারনাম পাল্টে দিয়েছেন সৌন্দর্যের সনাতন ধারণা। পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে জন্মানোয় ১১ বছর থেকেই শরীরে পুরুষালি হরমোন বাড়তে থাকে তার শরীরে। ফলে বাড়তে শুরু করে দাড়ি। স্বাভাবিক দেখানোর জন্য সপ্তাহে দু-তিনবার পর্যন্ত ওয়াক্সিং করতেন তিনি। আশ্রয় নিতেন শেভিংয়ের। শারীরিক যন্ত্রণা তো ছিলই, সামাজিক চাপে মানসিকভাবেও ভাঙতে শুরু করেন হারনাম। আত্মহত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন একসময়। একদিন হুট করেই পরিবর্তন আনেন চিন্তাধারায়। দৃঢ়সংকল্প আঁটেন- সব নেতিবাচকতাকে ইতিবাচক করে দেখাবেন। বাড়াতে শুরু করেন দাড়ি। এখন এটাই তার জনপ্রিয়তার কারণ। সম্প্রতি দাড়িসহই একটি ব্রাইডাল শুটে অংশ নিয়েছেন হারনাম। তৈরি করেছেন নতুন এক মাইলফলক।
Related Projects