পবিত্র মাহে রমজানে প্রতি বছরের মতো এবারও লো মেরিডিয়েন ঢাকা আয়োজন করেছে মাসব্যাপী বিশেষ বুফে ইফতার এবং সেহেরি। লো মেরিডিয়েন ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে এই আয়োজনে থাকছে দেশীয়, মধ্যপ্রাচ্যয়ী, ভূমধ্যসাগরীয় এবং উপমহাদেশীয় বিভিন্ন ঐতিহ্যবাহী ইফতারসহ দেড় শতাধিক মুখরোচক এবং সুস্বাদু খাবারের সমারোহ। বুফে আয়োজনে দেশীয় ও ইসলামিক খাবারের ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
লো মেরিডিয়েন ঢাকার ইফতার ও সেহরি আয়োজনে রাখা হয়েছে বিশেষ মূল্য। বুফে ইফতার কাম ডিনার জনপ্রতি ১১,৫০০ টাকা, বুফে সেহরি জনপ্রতি ৮,৫০০ টাকা এবং ইফতার বক্স বক্সপ্রতি ৮,৫০০ টাকা। এ ছাড়াও বিভিন্ন ব্যাংকের নির্দিষ্ট কিছু কার্ডে থাকছে সর্বোচ্চ একটি কিনলে তিনটি ফ্রি অফার।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতারে ডাচ-বাংলা ব্যাংক নির্দিষ্ট কার্ডধারীদের জন্য ১টি কিনলে ৩টি ফ্রি (রমজান মাসজুড়ে), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নির্দিষ্ট কার্ডধারীদের জন্য ১টি কিনলে ৩টি ফ্রি (শুক্র ও শনিবার), ইস্টার্ন ব্যাংক লিমিটেড নির্দিষ্ট কার্ডধারীদের জন্য ১টি কিনলে ২টি ফ্রি এবং অন্যান্য নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য ১টি কিনলে ১টি ফ্রি।
টেকঅ্যাওয়ে ইফতার বক্স অফারে ডাচ-বাংলা ব্যাংক নির্দিষ্ট কার্ডধারীরা পাবেন ১টি কিনলে ৩টি ফ্রি অফার।
অন্যদিকে সেহরির ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক লিমিটেড নির্দিষ্ট কার্ডধারীদের জন্য ১টি কিনলে ৩টি ফ্রি এবং অন্যান্য নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য ১টি কিনলে ২টি ফ্রি।
টেবিল বুকিং বা টেকঅ্যাওয়ে অর্ডার দিতে কল করতে পারেন +৮৮০১৭৬৬৬৭৩৪৪৩ নম্বরে। আরও আপডেট পেতে ফলো করতে পারেন লো মেরিডিয়েন ঢাকার অফিশিয়াল ফেসবুক পেজ।
- ক্যানভাস অনলাইন
ছবি: লো মেরিডিয়েন ঢাকা-এর সৌজন্যে