প্রতিবছর বাজারে নতুন আইফোন আনছে অ্যাপল আর তাতে যুক্ত হচ্ছে উন্নত মানের ক্যামেরা প্রযুক্তি। এমনটাই যেন নেশা হয়ে দাঁড়িয়েছে কোম্পানিটির। এবার ক্যামেরা প্রযুক্তিতে আরও একধাপ অগ্রসর হতে চায় অ্যাপল। তাই তাদের পরবর্তী আইফোনে ব্যবহৃত হচ্ছে এমন ক্যামেরা প্রযুক্তি, যা রীতিমতো ডিএসএলআরকেও হার মানাবে।
ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে জানা যায়, অ্যাপল সম্প্রতি দাবি করছে এমন এক ক্যামেরা প্যাটেন্টের, যাতে নতুন ধরনের ফ্ল্যাশ মডিউল যুক্ত থাকবে। যা ডিএসএলআরের মতোই কাজ করবে।
প্যাটেন্ট অনুযায়ী, ডুয়াল ফ্ল্যাশলাইট মডিউলকে বলা হচ্ছে ডুয়াল লেন্স ক্যামেরা ফোকাসিং লাইটিং মডিউল, যা এলইডি ফ্ল্যাশের দিক পরিবর্তনে কাজে লাগবে। এ ছাড়া ফ্ল্যাশ কমবেশি করা যাবে। চাইলে পরিবর্তন করা যাবে ফ্ল্যাশলাইটের বিম।
বিশ্লেষকেরা ধারণা করছেন, পরবর্তী আইফোনে এ ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে এ প্রযুক্তির প্যাটেন্ট নিবন্ধন করা হয়েছে। তবে নতুন এ প্রযুক্তি কবে থেকে আইফোনে সংযুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে জানা যাচ্ছে, ভবিষ্যতে আইফোন ও আইপ্যাডগুলোতে আরও শক্তিশালী কাচ ব্যবহার করা হবে। টার্বুলার গ্লাস কনস্ট্রাকটেড নামে নতুন আরও একটি প্যাটেন্ট আবেদন করেছে অ্যাপল। সে সূত্রেই ধারণা করা হচ্ছে আরও শক্তিশালী গ্লাসের কথা।