১১ মে নগরীর যমুনা ফিউচার পার্কে ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে সন্ধ্যা ৬টায় উন্মুক্ত ফ্যাশন শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী জন গান পরিবেশন করেন। গানের সঙ্গে গ্রীষ্ম এবং আসন্ন ঈদের নতুন ডিজাইনের আকর্ষণীয় পোশাকে দর্শকদের সামনে হাজির হন মডেলরা। এসব পোশাক পাওয়া যাবে ক্লাবহাউজের বসুন্ধরা সিটি শপিং মল, ওয়ারী ও যমুনা ফিউচার পার্কের শোরুমে।
আপাতত বেসিক, ক্যাজুয়াল, প্রিমিয়াম ও হেরিটেজ- এই চার ধরনের প্রডাক্ট লাইনের নামকরণ করা হয়েছে বড়াল, আত্রাই, মগরা, কালিন্দী নদীর নামে; যা নদীমাতৃক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
মৌলিক ও আরামদায়ক (বেসিক) পোশাকের ক্যাটাগরি বড়াল। আড়াই হলো ক্যাজুয়াল পোশাকের কালেকশন। প্রিমিয়াম প্রডাক্ট লাইনের নাম মগরা। বাংলাদেশের হেরিটেজ টেক্সটাইলে তৈরি অর্গানিক প্রডাক্ট লাইন নিয়ে সাজানো হয়েছে কালিন্দী।
ক্লাবহাউজ ডেকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। যা ইতিমধ্যে জারা, এসপিরিট, টমি হিলফিগারের মতো বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের জন্য নিয়মিত পোশাক ও অ্যাকসেসরিজ তৈরি করেছে। পৌঁছাতে পেরেছে সুদৃঢ় অবস্থানে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের পোশাক নিয়ে এসেছে ক্লাবহাউজ।