ফ্যাশন ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তনশীল। এর সঙ্গে তাল মিলিয়ে ট্রেন্ডি প্রোডাক্ট তৈরি করায় পিছিয়ে নেই ‘ভারগো’। প্রতি সিজনেই মার্কেটের সেরা স্টাইলের প্রোডাক্ট হাজির করে আসছে ব্র্যান্ডটি।
ভারগো এবারের উইন্টার কালেকশনে স্টাইল ও আরামবোধকে প্রাধান্য দিয়ে এনেছে বিভিন্ন স্টাইলের জ্যাকেট, সুইফট শার্ট, ওভারকোট, ব্লেজার । নানা ধরনের কাপড়ের বৈচিত্র্য যেমন স্প্যানডেক্স, ব্যাম্বো কটন, জ্যাকার্ড; সঙ্গে বহু রকমের কালারফুল ক্যাজুয়াল ও ফরমাল শার্ট। বিভিন্ন স্ট্রাইপ, চেক ও ফ্লোরাল শার্ট রয়েছে এবারের চাহিদার শীর্ষে।
এ ছাড়াও রয়েছে পায়জামা, রিল্যাক্স প্যান্ট, টুইল প্যান্ট এবং হাই কোয়ালিটি ডেনিম প্যান্ট।
লেডিস কলেকশনে শীতকে কেন্দ্র করে ভারগো নিয়ে এসেছে নানা পোশাকের সমাহার। যার মধ্যে রয়েছে লেডিস জ্যাকেট, ওভারকোট ব্লেজার প্রভৃতি। কটন, জর্জেট, অরগান্জা ও সিল্ক ফ্যাব্রিকে তৈরি সালোয়ার কামিজ ও কুর্তিতে আছে বৈচিত্র্য। এ ছাড়াও রয়েছে কালারফুল টিউনিক।
ওয়েস্টার্ন কলেকশনের মধ্যে রয়েছে টপস ও টিউনিক। পাফ স্লিভ, গেদারড স্লিভ, লেগ অফ মাটন স্লিভ-সহ নানা ধরনের ইউনিক স্লিভ ও পিনটাক বা গেদার প্যাটার্ন ব্যবহার করে তৈরি এসব টপস ও টিউনিক খুবই স্টাইলিশ।
শিশুদের জন্য আছে সালোয়ার কামিজ, কুর্তি, টিউনিক, টপস, ফ্রক। এ ছাড়াও মা-মেয়ের ম্যাচিং সালোয়ার কামিজ ও কুর্তি কম্বো রয়েছে।
এবারের শীতের কালেকশন পেতে চলে আসুন ভারগোতে।
- ক্যানভাস অনলাইন
ছবি: ভারগো’র সৌজন্যে