বছরজুড়ে ফ্যাশন নিয়ে নতুন চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটে ঈদ উৎসবে। ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট ঈদ উপলক্ষে তৈরি করেছে বিশেষ আয়োজন। যেখানে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। এ ছাড়া শিশুদের জন্য রয়েছে আলাদা কালেকশন। রয়েছে জোড়া পোশাক। যেমন শাড়ি-পাঞ্জাবি, সালোয়ার কামিজ-কুর্তি।
ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে রঙের বর্ণিলতা। তবে নীল, বেগুনি, হালকা গোলাপি, গাঢ় গোলাপি, বারগ্যান্ডি, সবুজের নানা শেড, অ্যাশ, সাদা, কালো ইত্যাদি রঙের ব্যবহার বেশি লক্ষ করা যায়। সব পোশাকে রয়েছে উৎসবের আমেজ।
গরমের কথা মাথায় রেখে কটন, ভয়েল ও লিনেন কাপড়ের ব্যবহার বেশি করা হয়েছে। তবে কিছু কিছু পোশাকে জর্জেটের ব্যবহার করা হয়েছে উৎসব উপযোগী করার জন্য। ফুলেল মোটিফ, হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, ধাতব অলংকরণ, স্ক্রিন প্রিন্ট ও টাই-ডাইয়ের মিশেলে তৈরি হয়েছে আধুনিক ছাঁটের সালোয়ার কামিজ ও কুর্তি। ছেলেদের পোশাকে কাট ও অলংকরণের ভিন্নতায় আনা হয়েছে আধুনিক লুক। শিশুদের পোশাকে ব্যবহার করা হয়েছে উজ্জল রং ও প্রিন্ট, লেইস, ফুল ইত্যাদি।