জব ইন্টারভিউ মানেই দুশ্চিন্তা। হোক সেটা প্রথমবার কিংবা শেষবারের মতো! এই বিশেষ ক্ষণের জন্য পোশাক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
বিভিন্ন কোম্পানির পোশাকের ধরন বিভিন্ন রকম। ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই একটু হোমওয়ার্ক করে নিলে বুঝে যাবেন ক্লজেট থেকে কোন পোশাকটি বের করবেন। এখানে সিদ্ধান্ত একান্তই আপনার।
• পোশাক নির্বাচনের ক্ষেত্রে মনে রাখতে হবে তা যেন ছিমছাম আর শালীন হয়। ভারী সাজ ও মেকআপ ইন্টারভিউ লুকে এড়িয়ে যাওয়াই শ্রেয়।
• আপনার নিজের চাওয়া এবং আরামকে গুরুত্ব দিতে পারেন। সালোয়ার-কামিজ-ওড়নাতে স্বচ্ছন্দবোধ করলে বেছে নেওয়া যেতে পারে সেখান থেকেই। শাড়িও পরতে পারেন। আবার, ফরমাল স্যুটও হতে পারে উপযুক্ত।
• খুব উজ্জ্বল রঙের পোশাক পরে ইন্টারভিউতে না পরলেই ভালো। দেখে যেন মনে না হয়, আপনি দাওয়াতে যাচ্ছেন।
• ছেলেরা ‘ক্লিন শেভ’ করে ইন্টারভিউ দিতে গেলেই ভালো। না হলে দাড়ি-গোঁফ ট্রিম করে নেওয়া যেতে পারে। এতে বেশ পরিচ্ছন্ন লুক তৈরি হবে। চুলে ব্যবহার করতে পারেন জেল । খেয়াল রাখতে হবে চেহারায় যেন উস্কোখুস্কো ভাব না থাকে।
• সুগন্ধি ব্যবহার জরুরি। তবে গন্ধ যেন খুব উগ্র না হয়।
• আপনার জুতোজোড়া বেছে নিতে হবে গুরুত্বের সঙ্গে। চকচকে পালিশ করা চামড়ার জুতো পরতে পারেন।
আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করলে আকাঙ্ক্ষিত ইন্টারভিউতে ইতিবাচক ফলাফলের সম্ভবনা বৃদ্ধি পায়।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট