বিউটি বক্স
অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের ন্যুভ
নতুন আইশ্যাডো প্যালেট বাজারে এনেছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলস। নাম ন্যুভ। যার অর্থ নতুন। গ্রীষ্মের কালার প্যালেট প্রাণিত চোখের এই প্রসাধন। ১২টি রঙে। নিউট্রাল, ফ্রেশ গ্রিন আর মেটালিকের সম্মিলিত উপস্থাপন। হাইলি পিগমেন্টেড। ক্রিমি টেক্সচার, ব্লেন্ডেবল ফর্মুলা। তাই চোখের স্পর্শকাতর ত্বকে সহজে মিশে যায়। প্যাকেজিংয়ে বেশ বড় একটি আয়না ব্যবহার করা হয়েছে। যেকোনো জায়গায় বসেই হুটহাট চোখ সাজিয়ে নেওয়ার জন্য। খরচ পড়বে প্রায় ৮ হাজার টাকা।
স্যাম অ্যাকনে এইড সেরাম
অ্যাকনে। ত্বকের একটি চিরচেনা সমস্যা। এটি সমাধানের উদ্দেশ্যে বিউটি ব্র্যান্ড স্যাম বাজারে এনেছে অ্যাকনে এইড সেরাম। এতে উপস্থিত আছে বেনজোয়িক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড ও নিয়াসিনামাইড। সেরামটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। দাগ-ছোপ পরিষ্কার করে। ফলে অ্যাকনে তৈরির প্রবণতা কমে। বন্ধ লোমকূপ খুলে দিতেও ভূমিকা রাখে। ব্রেকআউট কমিয়ে আনে। প্রতিদিনের ত্বকযত্নে ব্যবহার উপযোগী। ৩০ মিলির মূল্য ৯৯৯ টাকা।
ববি ব্রাউন পট রুজ ব্লাশ
লিপ ও চিকের জন্য ব্লাশ তৈরি করেছে ববি ব্রাউন। টু ইন ওয়ান এই প্রোডাক্ট টেক্সচার ক্রিমি। গালে ব্লাশ হিসেবে যেমন কাজ করবে, তেমনি ঠোঁটে লিপস্টিক হিসেবেও ব্যবহার করা যাবে। অন দ্য গো অ্যাপ্লিকেশন। তাই সহজে ব্যবহার করা যায়। বিজি বিদের জন্য দারুণ উপযোগী। ব্লাশনে সান-ওয়ার্মড লুক তৈরি হয়। ঠোঁটে দেয় স্যাটিন ফিনিশের অনুভূতি। বাড়তি প্রলেপ হিসেবে ত্বকে বসে থাকে না। ন্যাচারাল লুক তৈরি করে। আটটি শেডে পাওয়া যাচ্ছে। প্যারাবেন, সালফেটস, গ্লুটেন, মিনারেল অয়েল, ফরমালডিহাইডের মতো কোনো ক্ষতিকর পদার্থের উপস্থিতি নেই। দাম প্রায় ৫ হাজার টাকা।
লিরার হ্যান্ড মেইড বাথিং বার
লিরা কসমেটিকস হাতে তৈরি সাবান বাজারে এনেছে। সব প্রাকৃতিক উপাদান ব্যবহারে সম্পন্ন হয়েছে এই প্রক্রিয়া। বাংলাদেশি এই বিউটি ব্র্যান্ড বিশ্বাস করে, ধরণীর নিজেরই সৌন্দর্য ও সুস্থতা ধরে রাখার ক্ষমতা আছে। তাই সেখান থেকে উপকরণ সংগ্রহ করেছে ব্র্যান্ডটি। ইকো ফ্রেন্ডলি এই সাবান পরিবেশের কোনো ক্ষতি করে না। সাতটি ধরনে পাওয়া যাচ্ছে। চারকোল-টি ট্রি, ল্যাভেন্ডার-কোজিক অ্যাসিড, লেমন-অরেঞ্জ পিল, নিম-অলিভ, স্যাফরন-গোট মিল্ক, চন্দন কাঠ-মধু এবং চন্দন কাঠ-মুলতানি মাটি। মিলবে লিরার ওয়েবসাইটে। কেনা যাবে ৫৫০ টাকায়।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ