ক্র্যাশ কোর্স I বি বি ক্রিম বিংগো!
হাতের কাছে থাকা বেসিক বেজ মেকআপ প্রোডাক্ট দিয়ে তৈরি। চেহারায় ভারী প্রলেপে যাদের অনীহা, তাদের জন্য
শুরুতেই নিয়ে নিতে হবে লাইট অথবা মিডিয়াম কাভারেজের লিকুইড ফাউন্ডেশন। সেটা হতে পারে আগের ব্যবহৃত কোনো বোতল বা কৌটার অবশিষ্টাংশ
এতে মিশিয়ে নেওয়া চাই রোজকার ব্যবহৃত সানস্ক্রিন। কেমন কাভারেজ পছন্দ, তার ওপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে পরিমাণ
সবশেষে দিতে হবে হাইডেটিং এবং নারিশিং ময়শ্চারাইজার। পরিমাণমতো
এই তিন মেকআপ প্রোডাক্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যস, তৈরি বি বি ক্রিম
ব্যবহারের আগে শেড টেস্ট করে নিয়ে, প্রোডাক্টের পরিমাণের হেরফের করে নেওয়া যায়। করে নেওয়া চাই প্যাচ টেস্টও
বিউটি ডেস্ক
মডেল: জেমিম
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল