বিশেষ ফিচার I সাজ সংলাপ
ব্রাইডাল মেকআপের কনসেপ্টে আমূল পরিবর্তন না এলেও কৌশলে নিয়মিত হয় অন্তরাবর্তন। কনের নিজস্বতার সঙ্গে মেকআপ টেকনিকের টিমআপ হলে ফলাফল একদম দুই ছক্কা পাঁচ! এবারের সেই মাস্ট হ্যাভ ট্রিকসগুলো জানিয়েছেন দেশের নির্ভরযোগ্য চার ব্রাইডাল বিউটি এক্সপার্ট
কেমন সাজে সাজবে এবার কনে? রেড লিপস ইন? ন্যুড-ই হবে জুতসই? ডার্ক আই, নাকি দারুণ ড্রামাটিক? কনট্যুর কৌশলের সূত্রটাই-বা কী! এসব প্রশ্ন কনের মাথায় ঘুরে বেড়ায় বিয়ের পাকা কথার পর থেকে। আর সেসবের জুতসই সমাধান শুধু ব্রাইডাল মেকআপ প্রফেশনালদের কাছেই।
বউয়ের সাজে নিজস্ব চাওয়ার পাশাপাশি ট্রেন্ডও গুরুত্বপূর্ণ। আর রূপকথার এই অধ্যায়ে সব বছরেই আসে কিছু না কিছু পরিবর্তন। এ বছরের ব্রাইডাল মেকওভারও তার বাইরে নয়। রূপরহস্যের জাদুর কৌটা থেকে মহামূল্যবান তথ্য নিয়ে রূপবিশেষজ্ঞদের অল্পস্বল্প গল্প।
কনট্যুর অ্যান্ড কনফিডেন্স
নাহিলা হেদায়েত, প্রিভে
মিনিমালিস্টিক মেকআপ ব্যবহার করে ন্যাচারাল লুক তৈরির চল থাকবে এবার। সামান্যে থাকবে ভরসা। বেইজ তৈরি করা হবে খুব কম প্রসাধন ব্যবহারে। আলো-ছায়ার খেলায় সম্পন্ন হবে সবটা। ত্বকের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হবে কনট্যুরিংয়ের শেড। উদ্দেশ্য জ লাইনকে শার্প লুক দেওয়া।
ফেবুলাস ফক্সি আই
জাহিদ খান, জাহিদ খান ব্রাইডাল মেকওভার
কনের মেকআপ অয়েলি নয়, ম্যাট ধরনের হবে। চোখের সাজের ক্ষেত্রে ফক্সি আই ইন ট্রেন্ড। আইশ্যাডো, আইলাইনার আর আইল্যাশ এক্সটেনশনের কম্বিনেশনে তৈরি হবে এই আই মেকআপ। অতিরঞ্জন নয় মোটেও। সরল নকশায় সুন্দরতার বিচ্ছুরণ।
গ্লেজড লিপস
নাভিন আহমেদ, গালা মেকওভার
স্বচ্ছ, জুসি, আলট্রা গ্লসি হবে ঠোঁটের মেকআপ। শুষ্ক নয়; বরং আর্দ্রতার আবহ মুগ্ধতা ছড়াবে। হাই শাইন লিপ গ্লস যথেষ্ট। স্বচ্ছ, কোমল, নিউট্রাল টোন ব্যবহারে সই। পুরো সাজে প্রাকৃতিকভাবে ঠোঁটের যে রং, সেটিই পাবে গুরুত্ব। মিনিমাল মেকআপ আর ড্রামাটিক আইয়ের মিশেলে এমন ঠোঁটের সাজে আবেদনময় লুক তৈরি হবে। যেন ডিউয়ি ফিনিশে সজীবতার স্পন্দন।
আইলাইনার এরা ইজ ব্যাক
লিয়া নাজ, লিয়া’স বিউটি বক্স
এ বছরে কনের চোখে চোখ রাখলে সেখানে আইলাইনারের উপস্থিতি নজরে আসার সম্ভাবনা শতভাগ। হোক তা জাঁকজমক কিংবা সরলতার প্রকাশ। লিকুইড আইলাইনার ব্যবহার করে চোখকে বোল্ড লুক দেওয়ার সময় আবার ফিরে এসেছে। ব্রাইডাল আই মেকআপেও। পুরো চোখে মেকআপ না চাইলে শুধু আইলাইনারে হবে সুন্দর সমাপ্তি।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ