মিস্টার ওয়ার্ল্ডের এগারোতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বি প্রসাদ। ভিয়েতনামে চলতি মাসের ৫ তারিখ বসেছে জমকালো এ আসর। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
সেখানে উপস্থিত থাকার উদ্দেশ্যে ইতোমধ্যে উৎসব অঙ্গনে পৌঁছেছেন প্রসাদ। বিভিন্ন পর্বের পরে জানা যাবে ফল। আর এসব গুরুত্বপূর্ণ ধাপে প্রসাদ অংশ নেবেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নির নকশাকৃত পোশাক পরে। যেখানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয়েছে নান্দনিকভাবে।
কবিতা, মুখায়বব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তাসমিত তুলে এনেছেন। মিস্টার ওয়ার্ল্ডের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্বমঞ্চে প্রকাশিত হবে এই তরুণ মডেল প্রসাদের পরিহিত পোশাকে।
এর আগে, ২ অক্টোবর রাতে বি প্রসাদ মিস্টার বাংলাদেশ নির্বাচিত হন। ২৪ বছর বয়সী এই তরুণ ঢাকায় বসবাস করেন। ফ্যাশন মডেল এবং ফিটনেস কোচ হিসেবে ক্যারিয়ার গড়েছেন তিনি। আশা করেন, দেশের মানুষ খাবারের গুণগত মান এবং ফিটনেস বিষয়ে আরও সচেতন হবে; সুস্থ থাকবে। সে লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি।
তবে, এর বাইরেও নিজেকে একজন পাবলিক স্পিকার হিসেবে দেখতে চান প্রসাদ। সে জন্য তৈরি করছেন নিজেকে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে