নারী উদ্যোক্তাদের অংগ্রহণে বিশেষ মেলা ‘অনুপমা, তুমিই গড়বে দেশ’ শুক্রবার ও শনিবার (১৫ ও ১৬ নভেম্বর ২০২৪) ধানমন্ডি মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ‘পাওয়ার অব শি’ আয়োজিত এই মেলা চলে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলাটি সবার জন্য উন্মুক্ত ছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মেলায় দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য নিয়ে অংশ নেন। ২৭টি স্টলে প্রদর্শিত হয় দেশীয় ঐতিহ্যে তৈরি পোশাক, শাড়ি, হাতে বানানো গয়না, হস্তশিল্প, মিষ্টান্ন ও খাবারসহ নানা আকর্ষণীয় পণ্য।
মেলায় বিনামূল্যে মেহেদি দেওয়ার ব্যবস্থার সঙ্গে গানের আসরও ছিল। বিশেষ আকর্ষণ হিসেবে ‘মুক্তডানা’ অংশ নেয়, যেখানে অটিজম আক্রান্ত শিশুদের তৈরি পণ্য প্রদর্শিত হয়েছে।
দুই দিনব্যাপী এ মেলার শেষ দিন বিকালে পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যানভাস ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক কানিজ আলমাস খান শাড়ি উৎসব ফটো কন্টেস্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
‘পাওয়ার অব শি’র প্রকল্প প্রধান সাবিনা স্যাবি বলেন, ‘এই মেলা শুধু একটি প্রদর্শনী নয়; এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে নতুন ও অভিজ্ঞ নারী উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ তুলে ধরতে ও দক্ষতা বাড়াতে একত্রিত হয়েছেন। দেশের স্বনামধন্য ব্র্যান্ডগুলোর পাশাপাশি নতুন উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন, যা তাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে। বিশেষ করে স্থানীয় পণ্যের প্রচার ও প্রসারে এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য একটি অনন্য মঞ্চ।’
মেলায় নতুন উদ্যোক্তাদের জন্য এবং বন্যাকবলিত অঞ্চলের নারীদের জন্য বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়, যাতে প্রতিভাবান কেউই স্বপ্ন পূরণের সুযোগ থেকে বঞ্চিত না হন। সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোর পুনরুদ্ধারে মেলাটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মেলার ম্যাগাজিন পার্টনার ছিল ক্যানভাস।
বলে রাখা ভালো, ২০১৭ সাল থেকে ‘পাওয়ার অব শি’ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা, এসিডদগ্ধ নারীদের সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সাইবার বুলিং মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করে আসছে। সংস্থাটি শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতেও অগ্রণী ভূমিকা পালন করছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: পাওয়ার অব শি-এর সৌজন্যে