প্রতিনিয়ত ফেসবুকে কী পোস্ট হচ্ছে, কী লেখা হচ্ছে, কী শেয়ার হচ্ছে তা নজরদারি করছেন পনেরো হাজার ফেসবুক পুলিশ। যেসব পোস্ট আপত্তিকর তা মুছে ফেলা হচ্ছে। প্রতিনিয়ত হাজার হাজার বীভৎস ভিডিও, ছবি যাচাই-বাছাই করে সরিয়ে দেওয়া হচ্ছে ফেসবুক থেকে।
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনার পর থেকে এ কাজে আরও বেশি তদারক করা হচ্ছে। শিগগিরই এ কাজের জন্য পুলিশের সংখ্যা পনেরো হাজার থেকে বিশ হাজারে বাড়ানো হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেসবুক পুলিশ জানিয়েছেন, প্রতিদিন তাদের অনেক আতঙ্কিত ও ভীতিকর জিনিস দেখতে হচ্ছে। মানুষের শিরশ্ছেদ, শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি, প্রাণীদের প্রতি অত্যাচারসহ আরও অনেক কিছু, যা স্তম্ভিত করে সেসব দেখতে হচ্ছে তাদের এবং একটি ক্লিকেই তা তারা সরিয়ে দিচ্ছেন ফেসবুক থেকে। ফলে ফেসবুকের পোস্টগুলো মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে দাঁড়াবে।
জানা যায় ফেসবুক পুলিশের এই শহরটি জার্মানির বার্লিনে অবস্থিত কিন্তু ঠিক কোথায় তা কেউ বলতে পারে না। তাদের কাজ একটাই- ফেসবুকের এই ভয়াবহ জিনিসগুলো যাতে সাধারণ মানুষের চোখের আড়াল থাকে।