টেকনোলজির যুগেও আমরা মাছে–ভাতে বাঙালি। অ্যাপের মাধ্যমে আমরা অনেক সেবাই পেয়ে থাকি। তবে এবার আসছে ‘মুড়িঘণ্ট’ নামের একটি অ্যাপ, যা বাঙালির হেঁসেলে পৌঁছে দেবে দেশি মাছ।
এ অ্যাপের মাধ্যমে মিলবে তেলাপিয়া, পাবদা, পুঁটি, সরপুঁটিসহ মলা, ট্যাংরা, মাগুর ইত্যাদি জনপ্রিয় বাংলাদেশি মাছ। শুধু টাটকা মাছই নয়, মাছ দিয়ে তৈরি করা বিভিন্ন পদও থাকছে এ অ্যাপে। বাঙালি মাছপ্রেমীদের কাছে মাছ পৌঁছে দেওয়াই এই অ্যাপের মূল উদ্দেশ্য।
উদ্যোক্তারা জানিয়েছেন, অর্ডার করলে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে মাছ পৌঁছে যাবে ক্রেতাদের কাছে। জেলা শহরে কদিন পরই মিলবে এই পরিষেবা।
মুড়িঘণ্ট অ্যাপের অংশীদার মিহির সাহানা বলেন, ‘অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে বাংলাদেশি মাছের একটি বিশেষ চাহিদা রয়েছে। তবে মাছগুলো বাজারে ঢুকে গেলে স্থানীয় বিক্রেতারা তাকে পশ্চিমবঙ্গের মাছ বলে বিক্রি করেন। যার কারণে বাংলাদেশি মাছের ব্র্যান্ডিং কমে যাচ্ছিল।’
বাঙালি হেঁসেলে বাংলাদেশি মাছ পৌঁছে দিতেই এমন সব উদ্যোগ। ইলিশ মাছের পাশাপাশি অন্য ছোট মাছও আলাদা করে ব্র্যান্ডিং করা হবে এই অ্যাপের মাধ্যমে।
ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ভারতের পশ্চিমবঙ্গে মাছ পৌঁছে দেওয়ার কাজে যাত্রা শুরু করে দিয়েছে অ্যাপটি। প্রচার–প্রচারণার জন্য খোলা হয়েছে একটি শোরুম, যার নাম দেওয়া হয়েছে ‘মুড়িঘণ্ট ফিশ ক্যাফে’। সবকিছু ঠিক থাকলে ২২ জুন শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে অ্যাপটি।