ঈদের ছুটি, কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়াদাওয়া শেষ। আবার শুরু হতে যাচ্ছে স্বাভাবিক জীবনযাপন। পাশাপাশি বাড়ছে গরম। এবার মনোযোগ দেওয়া দরকার ত্বকের দিকে।
টানা কয়েক দিন মেকআপ, রোদের মধ্যে ঘোরাঘুরির কারণে ঠিকমতো ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠেনি। ক্লান্তির কারণে ত্বক পরিষ্কার না করেই ঘুমিয়ে যাওয়া এবং রিচ ফুড খাওয়ার কারণে প্রভাব পড়েছে ত্বকের ওপর। হারানো উজ্জ্বলতা ও কোমলতা ফিরিয়ে আনতে আজ থেকেই ত্বকের যত্নে লেগে যাওয়া উচিত। এ উদ্দেশ্যে তৈরি করা যেতে পারে ঘরোয়া প্যাক। আসুন, জেনে নিই কীভাবে তৈরি করব।
দুধ-কোকো পাউডার:
দুই টেবিল চামচ কোকো পাউডার ও এক টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট করে নিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহার করে পেতে পারেন হারানো মসৃণ ও উজ্জ্বল ত্বক।
টক দই ও পেঁপে:
দুই টেবিল চামচ পেঁপের পেস্ট ও দুই টেবিল চামচ টক দই একটি পাত্রে মিশিয়ে তৈরি করতে পারেন এই প্যাক। ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপে ত্বকের মরা কোষ দূর করে এবং দই উজ্জ্বলতা বাড়ায়।
ওমিটল-মধু:
সমপরিমাণ ওমিটল ও মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করার পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে দুই থেকে তিনবার এ প্যাকগুলো নিয়মিত ব্যবহার করুন। ধীরে ধীরে ফিরে পাবেন দাগহীন মসৃণ ও উজ্জ্বল ত্বক।