উদ্ভাবনী প্রযুক্তিতে গ্লোবাল শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো আইকনিক ট্রান্সফরমার্স ডিজাইনের স্মার্টফোন স্পার্ক ৩০ সিরিজ বাজারে এনেছে। থাকছে ট্রান্সফরমার্স এডিশনসহ দুটি আকর্ষণীয় মডেল। দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য ব্যবহার নিশ্চিত করতে নতুন এই সিরিজে রয়েছে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স গ্যারান্টি। রয়েছে দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, স্পিকার-সহ আরও অনেক ফিচারস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্পার্ক ৩০ সিরিজের জন্য আন্তর্জাতিক গেম নির্মাতা কোম্পানি হ্যাসব্রো’র ট্রান্সফরমার্স ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করেছে টেকনো। এই পার্টনারশিপের অধীনে থাকা স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম ও স্পার্ক ৩০ বাম্বলবি এডিশনের স্পেশাল ডিভাইসগুলোয় আছে ট্রান্সফরমার্সের বিভিন্ন আইকনিক ফিচারস।
৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স গ্যারান্টি
বাজেট ফ্রেন্ডলি গ্রাহকদের জন্য ভালো পছন্দ হতে পারে স্পার্ক ৩০ সিরিজ। এছাড়াও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে টিইউভি রেইনল্যান্ড সনদ অর্জন করেছে স্পার্ক ৩০ প্রো। যারা ৫ বছরের ল্যাগ-ফ্রি এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য ডিভাইসটি একদম উপযুক্ত হবে।
গ্রাহকের দৈনন্দিন ব্যবহার আরও সহজ করতে এই সিরিজের ডিভাইসগুলোতে রাখা হয়েছে দুর্দান্ত ব্যাটারি সক্ষমতা ও স্টোরেজ। ১,০০০ চার্জ সাইকেলের পরেও এর ব্যাটারি হেলথ থাকবে ৮০%+। স্পার্ক ৩০ প্রো-এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যা প্রায় ৭০ মিনিটে ডিভাইসটিকে শূন্য থেকে শতভাগ চার্জ করতে পারে পাশাপাশি তিনটি ইন্টেলিজেন্ট চার্জিং মোড রয়েছে।
স্পার্ক ৩০ সিরিজে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (*৮ জিবি এক্সটেন্ডেড র্যাম)। ব্যবহারকারীদের স্মুথ পারফর্ম্যান্স দিতে স্পার্ক ৩০ প্রো’তে আছে লেটেস্ট ও পাওয়ারফুল মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর, যা ডিভাইসটির আনটুটু স্কোর ৪,২০,০০০ -এর ওপর নিয়ে গেছে।
অপরদিকে আলট্রা-ফাস্ট ৪.৫জি লাইটনিং নেটওয়ার্ক থাকায় কলিং অথবা অনলাইন সবক্ষেত্রেই দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। স্পার্ক ৩০ প্রো’র ৪.৫জি লাইটনিং নেটওয়ার্ক ৪জির চেয়ে শতভাগ দ্রুত স্পিড নিশ্চিত করে, ডাউনলোড স্পিড নিয়ে যায় ৩০০ এমবিপিএস পর্যন্ত। এছাড়া সুপার ওয়াইফাই ইন্টারনেট থাকায় অন্যান্য ডিভাইসের তুলনায় নেটওয়ার্ক অ্যাক্সেস করার সক্ষমতা ৬১৬ শতাংশ পর্যন্ত বেশি।
ট্রান্সফরমার্স থেকে অনুপ্রাণিত ডিজাইন
অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে তাল মেলাতে টেকনো স্পার্ক ৩০ সিরিজে আনা হয়েছে ট্রেন্ডি ও সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ডিজাইন। স্পার্কের সিগনেচার ডিজাইনের সাথে মিল রেখে এর ৭.৪ মিলিমিটারের আলট্রা-থিন বডি স্পার্ক ৩০ প্রো ব্যবহারকারীকে প্রদান করবে অসাধারন হ্যান্ড-ফিল।
ট্রান্সফরমার্স থেকে অনুপ্রাণিত স্পার্ক ৩০ সিরিজ ট্রান্সফরমার্স এডিশনে প্রযুক্তির সঙ্গে রয়েছে সাইবারট্রনিয়ান ডিজাইন। এর ইন্টেগ্রেটেড ডেকো ডিজাইন ডিভাইসটির নান্দনিকতা তো প্রকাশ করেই, পাশাপাশি ফুটিয়ে তোলে আইকনিক দিকও। এছাড়া এই সংস্করণে আনা হয়েছে ট্রান্সফরমার্স মোটিফ দিয়ে সাজানো একটি কাস্টমাইজড ইউজার ইন্টারফেস, যা ডিভাইসটিকে আরও আকর্ষণীয় করেছে। ফলে যে কোনো বয়সের গ্রাহকের জন্য এটি হতে পারে পছন্দের ডিভাইস।
দুর্দান্ত মাল্টিমিডিয়া ও ক্যামেরা এক্সপেরিয়েন্স
স্পার্ক ৩০ সিরিজ এর ডলবি অ্যাটমোস ও হাই-রেস সার্টিফায়েড ডুয়েল স্পিকার যা ৩০০ শতাংশ পর্যন্ত লাউডার ভলিউম তুলতে সক্ষম। সাউন্ড কোয়ালিটির পাশাপাশি এর চমৎকার ডিসপ্লে মাল্টিমিডিয়া সেকশনে ব্যবহারকারীদের প্রদান করবে সেরা অভিজ্ঞতা। ৩০ প্রো’তে চোখের সুরক্ষা নিশ্চিতে ব্যবহৃত হয়েছে টিইউভি লো ব্লু লাইট আই সার্টিফিকেশন এবং ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে যার সর্বোচ্চ ব্রাইটনেস ১৭০০ নিটস পর্যন্ত।
স্পার্ক ৩০ প্রো’তে রয়েছে ৩X লসলেস জুম ও ১০X ডিজিটাল জুম সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ফলে দূরত্ব যাই হোক না কেন ছবি হবে আরও নিখুঁত ও ঝকঝকে। স্পার্ক ৩০ এর ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২ মেইন ক্যামেরায় থাকছে বড় পিক্সেল, ডিটেইল ক্রপিং ফ্লেক্সিবিলিটি সহ আরও অনেক ফিচারস। দৈনন্দিন কাজকে সহজ করতে এতে আছে টেকনো এআই-সমৃদ্ধ এআইজিসি পোট্রেইট, এআই ইরেজার ও এআই আর্টবোর্ড সহ সর্বাধুনিক এআই ফিচার, যা এই ফোনকে সেগমেন্টে আরও ইউনিক করে তুলেছে।
এছাড়া স্পার্ক ৩০ সিরিজে থাকছে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। এই ফিচার গ্রাহকের লাইফস্টাইল উন্নত করবে এবং এর মাধ্যমে নিশ্চিত হবে ঘরের সব স্মার্ট ডিভাইসের ওপর ইন্টেলিজেন্ট কন্ট্রোল।
দুর্দান্ত ফিচারযুক্ত স্পার্ক ৩০ প্রো (অপটিমাস প্রাইম স্পেশাল এডিশন ও অবসিডিয়ান এজ কালার) পাওয়া যাবে মাত্র ২০,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। আর স্পার্ক ৩০ (বাম্বলবি স্পেশাল এডিশন ও স্টেলার শ্যাডো কালার) পাওয়া যাবে মাত্র ১৭,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
- ক্যানভাস অনলাইন
ছবি: টেকনো’র সৌজন্যে