অ্যাপল নতুন কী ল্যাপটপ তৈরি করবে, তা নিয়ে গ্রাহকদের কৌতূহলের যেন অন্ত নেই। আপাতত পর্দার আড়ালেই নতুন এক ল্যাপটপ তৈরি করছে প্রতিষ্ঠানটি। ওই ল্যাপটপের বিস্তারিত এখনো প্রকাশ পায়নি। তবে বিভিন্ন সংবাদে আঁচ করা যাচ্ছে, এটি হতে পারে অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপের হালকা সংস্করণ।
নতুন ল্যাপটপের কোডনেইম হচ্ছে ‘স্টার।’ এর মডেল এন ৮৪। এটিই হবে অ্যাপলের তৈরি প্রথম ‘আইওএস বুক’, যাতে এআরএম প্রসেসর ব্যবহৃত হবে।
অ্যাপলের নতুন ল্যাপটপ তৈরির কাজ করছে পেগাট্রন।
এই ল্যাপটপ নিয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া না গেলেও একটি প্রতিবেদনে বলা হয়েছে, এতে টাচস্ক্রিন, সিম কার্ড স্লট, জিপিএস কম্পাস থাকবে। ল্যাপটপটি হবে পানিরোধী। সবচেয়ে চমক দেওয়া তথ্য হচ্ছে, এর অপারেটিং সিস্টেম হবে আইওএস। জানা গেছে, ২০২০ সাল নাগাদ এ ল্যাপটপের দেখা মিলতে পারে।