আসন্ন বড়দিন ও নতুন বছর ২০২৫ উদযাপনের জন্য লো মেরিডিয়ান ঢাকা নিয়ে এসেছে আকর্ষণীয় সব আয়োজন।
২৪ ডিসেম্বর সন্ধ্যায় থাকছে ক্রিসমাস ক্যারোল পরিবেশনা এবং ক্রিসমাস ইভ ডিনারের আয়োজন। পরদিন, ২৫ ডিসেম্বর, পুল সাইডে শিশুদের জন্য থাকছে জমজমাট ক্রিসমাস কিডস পার্টি। এছাড়াও, লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে বিশেষ স্পেশাল বুফে ব্রাঞ্চ ও ডিনার।
নতুন বছর ২০২৫-এর আগমনকে স্মরণীয় করতে, লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে থাকছে স্পেশাল বুফে ডিনার। পাশাপাশি, ফেভলা ইতালিয়ান রেস্টুরেন্ট, ওলেয়া টার্কিশ রেস্টুরেন্ট এবং পুল সাইডে আয়োজন করা হয়েছে বিশেষ কাপল সেট মেনুর।
বড়দিন ও নববর্ষের এই বিশেষ আয়োজনে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। বুফেতে থাকছে “বাই ওয়ান গেট টু” এবং “থ্রি” অফার এবং সেট মেনুতে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ডিসকাউন্ট।
আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা বুকিং দিতে কল করতে পারেন ০১৯৯০৯৯০৯৯০ নম্বরে।
ফুয়াদ/ক্যানভাস অনলাইন