skip to Main Content

অ্যাডভার্টোরিয়াল I ভ্রমণবিলাসে

ভ্রমণ এমনই এক ক্যানভাস, যেখানে স্মৃতিগুলো চিত্রমালা হয়ে ফুটে থাকে। আর তাতে স্বপ্নময় যাত্রায় নিখুঁত ব্যাকড্রপ জাহির করে পাশ্চাত্যের শহরগুলো। ভাবুন তো, প্যারিসের খোয়া পাথর ছড়ানো রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, কিংবা লন্ডনের সুউচ্চ স্থাপনাগুলোর নিচে দাঁড়িয়ে রয়েছেন, অথবা রোমের সুস্বাদু রসনার স্বাদ করছেন উপভোগ; নিশ্চয় দারুণ লাগবে? এই প্রবাদপ্রতিম শহরগুলো স্রেফ ভ্রমণের কোনো প্রচলিত গন্তব্যস্থলের চেয়ে অধিক কিছু। সুদীর্ঘ ইতিহাসের নানা বাঁকের বৈচিত্র্যময় সব গল্প জমা থাকে এসব শহরের বুকে। কল্পনার সুনিপুণ ব্যবহারে কান পাতলে ঠিকই শুনতে পাবেন!
প্যারিসের প্রেমময় সেইন নদী আর আইফেল টাওয়ার আপনার মনের কাব্যপিপাসাকে উসকে দেবে। ল্যুভর জাদুঘর দেখাবে দুনিয়ার সেরা সব শৈল্পিক নিদর্শন। লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে হাজির হলে পাবেন ইতিহাসের এক ঋদ্ধ মায়াবি পর্দা ও আধুনিকতার মেলবন্ধনের সাক্ষাৎ। টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে নিজেকে ক্যামেরাবন্দি করতে পারলে তা এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষ্য হিসেবে অক্ষয় থেকে যাবে!

অন্যদিকে, অথেনটিক পাস্তা ও গেলাতোর সঙ্গ নিয়ে রোমের কলোসিয়াম ও ভ্যাটিকান সিটির প্রাগৈতিহাসিক গল্পের পসরা আপনাকে করবে মন্ত্রমুগ্ধ। বলা বাহুল্য, পাশ্চাত্যের দেশগুলোর সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশৈলীর সঙ্গে পরিচয় ঘটা যেকোনো ভোজনরসিকের জন্যই লোভনীয়।
শুধু পাশ্চাত্যে নয়, মধ্যপ্রাচ্যেও ঘুরে বেড়াতে পারেন মনমতো। সে জন্য বাংলাদেশি পর্যটককের পাশে সব সময় রয়েছে এমিরেটস এয়ারলাইনস। এমিরেটস গ্রুপের বিমান প্রতিষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই অঙ্গরাজ্যের নিজস্ব বিমান সংস্থা।

আনপ্যারালালড কানেকটিভিটি ও অ্যাকসেপশনাল সার্ভিসের জন্য প্রসিদ্ধ। ছয় মহাদেশের ১৪০টির বেশি ডেস্টিনেশনের সঙ্গে পর্যটকদের সরাসরি সংযুক্ত করার সেবা দিচ্ছে এই এয়ারলাইনস। সেগুলোর মধ্যে ইউরোপে ৩০টি এবং আমেরিকায় ১৭টিও অন্তর্ভুক্ত। দুনিয়া ঘুরে দেখার স্বপ্নপূরণে এমিরেটস এয়ারলাইনস তাই অগুনতি পর্যটকের কাছে ভরসার নাম।

 লাইফস্টাইল ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top