রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল আয়োজন করেছে এক বিশেষ সি ফুড ফেস্টিভ্যাল– ‘টেস্ট অব দ্য সি’। এখানে অতিথিরা উপভোগ করতে পারবেন দেশি-বিদেশি সামুদ্রিক খাবারের এক অনন্য আয়োজন। বাহার মাল্টিকুইজিন রেস্টুরেন্টে আয়োজিত এই উৎসব শুরু হয়েছে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উৎসবে থাকছে সামুদ্রিক খাবারের বিস্তৃত ভিন্নধর্মী আয়োজন, যেখানে অতিথিরা স্বাদ নিতে পারবেন অক্টোপাস, শ্রিম্প, লবস্টার, রেড স্ন্যাপার, ক্যালামারি, স্কুইড, সালমনসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সুস্বাদু পদ। বৈশ্বিক স্বাদের সংমিশ্রণে মাল্টিকুইজিন পরিবেশন করা হবে, যা খাবারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি থাকছে লাইভ স্টেশন, যেখানে শেফদের দক্ষতায় তৈরি হবে তাজা ও সুস্বাদু সি ফুড।
এ আয়োজনকে আরও আকর্ষণীয় করতে নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ অফার, একটি কিনলে একটি ফ্রি, একটি কিনলে দুটি ফ্রি– ৭,৯৯৯ টাকায়। আরও তথ্যের জন্য ভিজিট করতে পারেন– www.renaissancedhakagulshan.com।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর সৌজন্যে