২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে বিশেষ সংগ্রহ প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’। এই সংগ্রহের পোশাকের নকশায় নিয়ে এসেছে বাংলা ভাষার গৌরবময় আবহকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এবারের থিম বাংলা ভাষা ও বর্ণমালা। হাফসিল্ক, বিভিন্ন ধরনের কটন, ভয়েল কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, কাটিং-সুইং ও অ্যামব্রয়ডারি কাজে তৈরি হয়েছে পোশাকের অলংকরণ। প্রতিটি নকশাকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে একুশের চেতনার নানা অনুষঙ্গের সন্নিবেশে।
উৎসবের পরিপূর্ণতার জন্য রয়েছে যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক। উপহার সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনের মগ। এই সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয় প্রভৃতি। ছোটদের জন্য কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ইত্যাদি।
একুশ ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে সুলভ পাইকারি দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশের একুশ আয়োজনের পোশাক। ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে এই সংগ্রহের পণ্য। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনার জন্য ভিজিট করতে পারেন ওয়েবসাইট www.rang-bd.com অথবা ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh-এ। যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ সম্বলিত হটলাইন নম্বর ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে