ঝুমঝুম বৃষ্টিতে বিয়ের দাওয়াতে যাওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা যেতে পারে। পোশাক নির্বাচনের ক্ষেত্রে ফ্যাব্রিকে বেছে নিন পলিস্টার। নাইলন, সিল্ক, কটনের মতো সি থ্রু ফ্যাব্রিক এবং ভারি ভেলভেট এই ঋতুর জন্যে উপযুক্ত নয়। লেইস, শাড়ি, গাউন, লেহেঙ্গা, সালোয়ার স্যুট– এসব ক্ষেত্রেও একই পরামর্শ।
লং টেইল গাউন এ সময়ে ভোগাতে পারে। জমে থাকা পানি টেইল স্পর্শ করলে বিষয়টি অস্বস্তির হবে। ম্যাক্সি ড্রেসও তোলা থাকুক অন্য সময়ের জন্যে। বরং গাউন,লেহেঙ্গা আর শাড়ির সঙ্গে অনুষঙ্গ হিসেবে ইলাস্টিক ওয়েস্ট ব্যান্ড ব্যবহার করা যেতে পারে। আঁটসাঁট থাকবে পোশাক, আবার ট্রেন্ডিও হবে।
ডার্ক শেডগুলো ভালো লাগবে এ সময়ে। আবার রোম্যান্টিক প্যাস্টেল কালার পোশাকও পরা যেতে পারে।
দাওয়াতে ব্যাগ হিসেবে থাকতে পারে ক্লাচ। মসৃণ সারফেসের ক্লাচ পোশাকের অলংকরণ, ফ্যাব্রিক কোনোটাই নষ্ট করবে না। হাই হিল দাওয়াতের পোশাকের সঙ্গে মানাবে। ওয়েজেস অথবা হাই প্ল্যাটফর্ম শু, যেকোনো একটি পায়ে থাকতে পারে।
হাই হিলও হতে পারে একটি অপশন। সাহসের সঙ্গে সাবলীলভাবে ব্যবহার করলে দারুণ মানাবে।
সারাহ্/ ক্যানভাস অনলাইন