skip to Main Content
প্রথমবার টিকটক-বিটিআরসি ডিজিটাল সেফটি সামিট

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকায় টিকটক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করে ডিজিটাল সেফটি সামিট বাংলাদেশ ২০২৫। নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন পরিবেশ তৈরির লক্ষ্যে। অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশের তরুণদের জন্য ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে। অনলাইন নিরাপত্তা, ডিজিটাল সাক্ষরতা, ভুল তথ্য মোকাবিলা এবং সঠিক ডিজিটাল অভ্যাস গড়ে তোলার বিষয়ে এতে আলোচনা করা হয়।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনসের প্রধান ফেরদৌস আল মুত্তাকিন ডিজিটাল সুরক্ষার গুরুত্ব এবং এ বিষয়ে টিকটকের ভূমিকা তুলে ধরে বলেন, ‘টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই। আমরা বিশ্বাস করি নিয়ন্ত্রক সংস্থা, বিশেষজ্ঞ এবং আমাদের কমিউনিটির সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করা সম্ভব; যেখানে তারা স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের প্রকাশ করতে পারবেন।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি (অব.) ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘ডিজিটাল মাধ্যমেগুলো দ্রুত বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অনলাইন কমিউনিটি, বিশেষ করে তরুণ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলা, সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সকল বাংলাদেশির জন্য একটি নিরাপদ ডিজিটাল সিস্টেম তৈরি করতে চাই।’

প্যানেল আলোচনায় সরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সাররা অনলাইন নিরাপত্তা, দায়িত্বশীল কনটেন্ট তৈরি এবং সাইবার হুমকি মোকাবিলার কৌশল সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। সামিটে টিকটকের সর্বশেষ নিরাপত্তা বা সেফটি ফিচার, শিক্ষামূলক উদ্যোগ এবং বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিটিআরসির সঙ্গে টিকটকের কার্যক্রমও তুলে ধরা হয়।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে এবং সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top